×
Entertainment

কেঁদে কেঁদেই প্রথম স্থানে ফুলঝুরির ধুলোকনা, ভরাডুবি ‘গাঁটছড়া’র, এবার কি বন্ধের মুখে মিঠাই?

‛মিঠাই’ র (Mithai) পর এবার ভরাডুবি ‛গাঁটছড়া’ র (Gantchhora)। প্রথম স্থানে নেই এই ধারাবাহিক। বরং লালন ও ফুলঝুরির গল্পে মন মজেছে দর্শকদের। আর তাইতো এবার বেঙ্গল টপার ধারাবাহিক ‛ধূলোকনা’ (Dhulokona)। ওদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‛আলতা ফড়িং’। মিঠাইকে তো ঠেলে দূরে পাঠিয়ে দিয়েছেই আর এবার খড়ি-ঋদ্ধির গোয়েন্দাগিরি থেকে মুখ সরিয়েছেন নেটিজেনরা।

দিনের পর দিন একই মানুষের ষড়যন্ত্র আর তারপর বারংবার তাদেরই পর্দাফাঁস র গল্প বোর করে তুলছে দর্শকদের। চলুন তবে দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা-

১.ধূলোকনা-৮.২
২.আলতা ফড়িং-৮.০
৩.গাঁটছড়া, গৌরী এলো-৭.৯
৪.লক্ষ্মী কাকিমা সুপারস্টার-৭.৩
৫.জগদ্ধাত্রী-৭.১
৬.মিঠাই-৭.০
৭.সাহেবের চিঠি, খেলনা বাড়ি-৬.১
৮.অনুরাগের ছোঁয়া-৬.০
৯.মাধবীলতা-৫.৮
১০.এই পথ যদি না শেষ হয়-৫.৫

স্টার জলসার পর্দায় শুরু হওয়া নতুন দুই ধারাবাহিক ‛সাহেবের চিঠি’ ও ‛মাধবীলতা’ প্রথম দশে থাকলেও জায়গা করতে পারেনি ‛নবাব নন্দিনী’। প্রথম দশে না থাকলেও তারা ভালো ফল করেছে। তবে পিলু ও লালকুঠি র অবস্থা খুবই খারাপ। আর এমনই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে এই সিরিয়াল বন্ধ হতে পারে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে।