জন্মাষ্টমীর দিনই কি জামিন পেয়ে বাড়ি ফিরবে সিদ্ধার্থ? টানটান উত্তেজনা ‘মিঠাই’ ধারাবাহিকে, আশাবাদী ভক্তরা
সারারাত জেগে জন্মাষ্টমীর আয়োজন করে মিঠাই (Mithai)। তার ভরসা গোপালই ফিরিয়ে আনবে তার উচ্ছে বাবুকে।

ঘোর সঙ্কট মনোহরাতে। সবেমাত্র ওমির ষড়যন্ত্র থেকে বেরিয়েছে সকলে। আর তারপরই আবারও এক বিপদ। ওমির খুনের অভিযোগে সিডকে গ্রেফতার করেছে পুলিশ। আর তাই সে এখন গড়াদের ওপারে। এদিকে স্বামীর এই অবস্থা দেখে চিন্তায় ঘুম উড়েছে মিঠাই রানীর। নির্দোষ স্বামীকে কিছুতেই সে এভাবে শাস্তি পেতে দেখতে পারছে না। আর তাই তাকে নিয়েই চিন্তায় মগ্ন মিঠাই।
তার উচ্ছে বাবু কি খাবে? কিভাবে ভালো থাকবে সেসবই ভেবে চলেছে। এদিকে জন্মাষ্টমীর দিন আদালতে তোলা হবে সিডকে। সে কি আদেও জামিন পাবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। আর এই সবকিছু দেখে একেবারে ভেঙে পড়েছে মিঠাই। নীপা, শ্রী, নন্দা মিলে মিঠাই রানীকে সামনলানোর চেষ্টা করছে। কিন্তু পারছে কোথায়? তার চোখের জল যেন কোনোভাবেই বাঁধ মানছে না। এরই মাঝেই সিডের জন্য রান্না করে নিয়ে যায় মিঠাই।
এমনকি ভালোবেসে খাইয়েও দেয় নিজের হাতে। সিড মিঠাইকে ভেঙে পড়তে বারণ করে। মনে জোর রাখার কথা বলে। আর তারপরই সারারাত জেগে জন্মাষ্টমীর আয়োজন করে মিঠাই (Mithai)। তার ভরসা গোপালই ফিরিয়ে আনবে তার উচ্ছে বাবুকে। কিন্তু এরমাঝেও কান্নায় ভরে ওঠে মিঠাই রানীর দু চোখ। একই ভাবে তাকে সান্ত্বনা দেয় শ্রী, নন্দা, নীপা। এবার দেখার পালা আদেও কি হাজত থেকে বাড়ি ফিরতে পারবে সিড।