সমুদ্র সৈকতে বোল্ড লুকে ধরা দিল সিডের বৌদিমনি তোর্সা! তন্বীর এই রুপ দেখে হাঁ নেটিজেনরা

সমুদ্র সৈকতে হট লুকে উষ্ণতার পারদ চড়ালেন ‛মিঠাই’ র তোর্সা ওরফে অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। এই মুহূর্তে জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’ (Mithai)। ২০২১ সালের ৪ জানুয়ারি পর্দায় এসেছিল এই ধারাবাহিক। তারপর ধীরে ধীরে মনজয় করে নিয়েছে ভক্তদের। এখনও পর্যন্ত মোট ৫৬ বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক।
সিরিয়ালের নায়ক নায়িকার মতো পার্শ্ব চরিত্র গুলিও বেশ জনপ্রিয়। সবই অভিনেতা-অভিনেত্রীদের নিজ নিজ অভিনয় দক্ষতার গুন। আর তারই মধ্যে জনপ্রিয় একটি চরিত্র হল তোর্সা অর্থাৎ ট্যাস বুড়ি। সিডের বান্ধবী হিসেবেই গল্পে তার এন্ট্রি হয়েছিল। প্রথম থেকেই দর্শকেরা দেখে এসেছেন সিডের প্রতি তার আলাদা রকমের দুর্বলতা। এরপর সিডকে না পেয়ে অবশেষে তার দাদা সোমের স্ত্রী হিসেবেই পা রাখেন মোদক পরিবারে।
View this post on Instagram
আপাতত মোদক পরিবারের লোকেদের সঙ্গেই দুস্টু-মিষ্টি খুনসুটিতে কাটছে তোর্সার জীবন। টিভির পর্দায়ও যেমন তোর্সা যথেষ্ঠ মর্ডান তেমন রিয়েল লাইফেও। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে সমুদ্র সৈকতে উষ্ণ অবতারে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরণে রয়েছে সরু ফিতে দেওয়া টপ ও কালো প্যান্ট।
View this post on Instagram
ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛বেস্ট এস্কেপ এনিওয়ান ক্যান হ্যাভ’। খুব সম্ভবত কোথাও ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। আর সেখান থেকেই ধরা দিয়েছেন হট অবতারে। ছবি শেয়ার করতেই নেটিজেনরা একের পর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛খুব সুন্দর’। কেউ লিখেছেন ‛গর্জিয়াস’। আবার কেউ ফায়ার ও হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।