ননদ-বৌদির যুগলবন্দী, বলিউড সুপারহিট গানে দুর্দান্ত নাচ ‘মিঠাই’-এর নিপা ও তোর্সার, ব্যাপক ভাইরাল ভিডিও

‛Mujhko Hui Na Khabar’ গানে রিল ভিডিওতে নজর কাড়লেন তোর্সা-নীপা। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Television) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। গত বছরের প্রথম দিকে পর্দায় এসেছে এই সিরিয়াল। আর তারপর থেকে একের পর এক ছক্কা হাকিয়ে চলেছে এই ধারাবাহিক। এখনও অবধি সিরিয়ালের মধ্যে অধিক জনপ্রিয় তথা টিআরপির শীর্ষে থাকা সিরিয়াল হল ‘মিঠাই’।
একের পর এক টুইস্ট থাকায় এই সিরিয়াল রীতিমতো জনপ্রিয়তার তুঙ্গে। মিঠাই-সিড (Mithai-Sid) ছাড়াও এই ধারাবাহিকের সব কটি চরিত্রই নজর কেড়েছে দর্শকদের। অভিনয়ের পাশাপাশি সকলেই সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ। আর তার দৌলতে এদের পরিচিতিও বেড়েছে হুড়হুড়িয়ে।
সম্প্রতি তোর্সাকে আর নীপাকে দেখা গেল একসঙ্গে রিল ভিডিও বানাতে। ‛Dil To Pagol Hai’ সিনেমার ‛Mujhko Hui Na Khabar’ গানে নাচতে দেখা গেল তাদের। ভিডিওতে তোর্সার পরনে রয়েছে সাদা রঙের ওয়ান পিস। আর এদিকে নীপা ওরফে ঐন্দ্রিলার পরণে রয়েছে সবুজ রঙের ওয়ান পিস।
View this post on Instagram
সম্প্রতি তোর্সা ওরফে তন্বী নিজের ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেলে ভিডিওটি (Video) শেয়ার করেছেন। বাড়ির নীচে গার্ডেন এলাকায় দুজনে মিলে মনের আনন্দে সেরেছেন ভিডিও। মাঝে মধ্যেই টেস ওরফে তন্বীকে দেখা যায় একা আবার কখনও মিঠাইকে সঙ্গে নিয়ে রিল ভিডিও করতে। সম্প্রতি দুজনের একসঙ্গে করা রিল ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।