×
EntertainmentVideoViral Video

অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশ্যে এলো সকলের প্রিয় মিঠাই রানীর মহালয়ার দেবী সাজের লুক, মুগ্ধ ভক্তরা

অপেক্ষার অবসান! প্রকাশ্যে এল মিঠাই রানীর মহালয়ার লুক। মুগ্ধ নেটিজেনরা। আগামী ২৫ সেপ্টেম্বর জি বাংলার (Zee Bangla) পর্দায় দেখা যাবে সিংহবাহিনী দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী। আর এবার দুর্গা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বলতে গেলে আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি মহালয়ার। আর তাইতো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। কোন চ্যানেল কত নিঁখুদ ভাবে ফুটিয়ে তুলছে মা দুর্গার আখ্যান সেটাই এখন দেখার।

অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশ্যে এলো সকলের প্রিয় মিঠাই রানীর মহালয়ার দেবী সাজের লুক, মুগ্ধ ভক্তরা -

যদিও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Bannerjee) আনফিসিয়ালি ভাবে পশ্চিমবঙ্গে পুজোর শুরু করে দিয়েছেন। কিন্তু বাঙালিদের পুজোর আমেজ আসে মহালয়ার দিন থেকে। মহালয়া আসা মানেই যেন পুজো শুরু হয়ে যাওয়া। চন্ডীপাঠের অদ্ভুত স্বর থেকে শুরু করে চারিদিক সেজে ওঠে আলোয় ও ফুলে। একটা সময় শুধুমাত্র ডি ডি বাংলায় মানুষ চোখ রাখতেন মহিষাসুরমর্দিনী দেখার জন্য।

অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশ্যে এলো সকলের প্রিয় মিঠাই রানীর মহালয়ার দেবী সাজের লুক, মুগ্ধ ভক্তরা -

তখন দুর্গার চরিত্রে দেখা যেত সংযুক্তা ব্যানার্জিকে। এমনকি অভিনেত্রী ইন্দ্রানী হালদারকেও দুর্গা রূপে দেখেছেন ভক্তরা। আর এখন বিভিন্ন চ্যানেলেই দেখা যায় মহালয়া। তা নিয়ে রীতিমতো রেষারেষি চলে। জি বাংলার পর্দায় দুর্গা রূপে শুভশ্রীকে দেখা যাবে তো বটেই কিন্তু তার পাশাপাশি দেবী দুর্গার অনান্য রূপে থাকছেন গৌরী, রঞ্জা, পিলু রা। এছাড়াও বিভিন্ন রূপে দেখা মিলবে ধারাবাহিকের বাকি চরিত্রদের।

কিন্তু মিঠাইয়ের (Mithai) লুক অত সহজে প্রকাশ্যে আনেননি চ্যানেল কর্তৃপক্ষ। তবে তাকে দেখার জন্য যে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তা আর আশাকরি নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু দিন কয়েক আগেও জি বাংলার অফিসিয়াল পেজ থেকে প্রকাশ্যে এসেছে সৌমিতৃষার (Soumitrisha Kundu) লুকের ভিডিও। মায়ের একটি শ্যামা রূপে ধরা দিয়েছেন মিঠাই রানী। ভক্তরা তো বেজায় খুশি সৌমিতৃষা র এই লুক দেখে। আপাতত সকলেই অপেক্ষা করছে মহালয়ার দিনের জন্য।