EntertainmentViral Video

ভাসুর সোমের সঙ্গে কোমর দুলিয়ে দুর্দান্ত নাচ মিঠাইরানীর, দীর্ঘদিন পর দুজনকে একসাথে দেখে মুগ্ধ ভক্তরা

Advertisement
Advertisements

ফের একবার ভাসুরের সঙ্গে রিল ভিডিওতে নজর কাড়লেন সকলের প্রিয় মিঠাই রানী। অনেকদিন পর তাদের একসঙ্গে দেখে খুশি ভক্তরা। ধারাবাহিকে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) আর সোমের চরিত্রে অভিনয় করছেন ধ্রুব সরকার (Dhrubo Sarkar)। ধারাবাহিকের পর্দায় সিড-মিঠাই জুটি সকলের পছন্দের হলেও ধ্রুব-সৌমিতৃষার রিল ভিডিওর জুটি কিন্তু বেশ পছন্দ করেন দর্শকেরা।

তবে, বহুদিন ধরেই তাদের একসঙ্গে তেমন একটা ভিডিওতে দেখা যাচ্ছিল না। আর সেই ভক্তদের আক্ষেপেরই শেষ ছিলনা। তবে, আবারও ভক্তদের মন রাখতে হাজির হয়েছেন তারা। এইমুহূর্তে টিআরপি তালিকায় সপ্তম স্থানে রয়েছে ‛মিঠাই’ ধারাবাহিক। কিন্তু জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও। বর্তমানে একেরপর এক টুইস্ট আসছে ধারাবাহিকে। আর যা দেখে রীতিমতো হতভম্ব নেটিজেনরা।

ভাসুর সোমের সঙ্গে কোমর দুলিয়ে দুর্দান্ত নাচ মিঠাইরানীর, দীর্ঘদিন পর দুজনকে একসাথে দেখে মুগ্ধ ভক্তরা

প্রথমে মিঠির এন্ট্রি। যাকে প্রথমে সবাই মিঠাই ভাবলেও পরে বুঝতে পারে শারীরিক গঠন ছাড়া আর কোনো দিকেই তার সঙ্গে মিঠাইয়ের মিল নেই। এরপর ধীরে ধীরে মিঠি, শাক্য, সিডকে নিয়ে এগোতে থাকে গল্প। এমনকি মিঠির সাহায্য নিয়ে আগরওয়ালকেও ধরে ফেলে সিড। আর এখন মিঠাই হাজির হয়েছে ধারাবাহিকে। বর্তমানে রাতুল ও শ্রীতমা এই দুজনের মধ্যেকার সমস্যা সমাধান নিয়ে এগিয়ে চলেছে গল্প।

আগামী দিনে গল্পে কি নতুন মোড় আসবে সেকথা বলবে ধারাবাহিক। যদিও এরই মাঝে মিঠাই বন্ধের গুঞ্জন শুরু হয়ে গেছে। সিরিয়ালের পর্দায় মিঠাই বলুন বা মিঠি দুটো চরিত্রই যেমন হিট তেমনই আবার রিয়েল লাইফে সৌমিতৃষাকে বেশ পছন্দ করেন ভক্তরা। আর তাইতো তার প্রতিটি এক্টিভিটির দিকে নজর থাকে নেটিজেনদের। সম্প্রতি এবার অনস্ক্রিন ভাসুরের সঙ্গে নেচে তাক লাগালেন অভিনেত্রী। সৌমিতৃষা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন।

ভাসুর সোমের সঙ্গে কোমর দুলিয়ে দুর্দান্ত নাচ মিঠাইরানীর, দীর্ঘদিন পর দুজনকে একসাথে দেখে মুগ্ধ ভক্তরা

যেখানে তাদের হিন্দি একটি গানের মিউজিকের সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে। ধ্রুবর পরণে রয়েছে লাল রঙের ফ্লোরাল প্রিন্টের শার্ট, সাদা প্যান্ট ও চোখে সানগ্লাস। আর মিঠাইয়ের পরণে রয়েছে সাদা শার্ট, লাল কোর্ট ও প্যান্ট। ভিডিও শেয়ার করে সৌমিতৃষা ক্যাপশনে সাদা হার্টের ইমোজি ও আগুনের ইমোজি দিয়েছেন। তাদের আবারও একসঙ্গে দেখে বেজায় খুশি ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

কেউ লিখেছেন ‛কতদিন পর আবারও একসঙ্গে দেখলাম খুব ভালো লাগছে’। আবার কেউ লিখেছেন ‛সুপার’। আবার কেউ হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল তাদের এই রিল ভিডিও।