Entertainment

নীল কালো বিকিনিতে উষ্ণতার পারদ চড়ালেন ‘মিঠাই’-এর পিঙ্কি জি ওরফে অভিনেত্রী অনন্যা গুহ, ভাইরাল ছবি

Ananya Guha Bikini Photo বিকিনিতে উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী অনন্যা গুহ। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’। আর সেখানে অনন্যাকে সিরিয়াল দাদাবাবু ওরফে স্যান্ডির স্ত্রী পিঙ্কি জি-র চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এর আগেও জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‛কৃষ্ণকলি’তে মুন্নি নামের খলনায়িকার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন দর্শকদের।

 

View this post on Instagram

 

A post shared by Ananya Guha (Munni) (@reel_ananya)

সিরিয়ালের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অনন্যা। মাঝে মধ্যেই নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে ছবি ও ভিডিও পোস্ট করে রীতিমতো তাক লাগিয়ে দেন নেটিজেনদের। তার রিল ভিডিও দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকে অনেক পুরুষ ফ্যানরা। অনন্যারর আরও একটি পরিচয় হল তিনি হলেন টলিপাড়ার আরও এক জনপ্রিয় অভিনেত্রী অলকানন্দার বোন।

 

View this post on Instagram

 

A post shared by Ananya Guha (Munni) (@reel_ananya)

সম্প্রতি অনন্যা নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বিকিনি লুকে দেখা যাচ্ছে। সুইমিং পুলেই একের পর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী। উন্মুক্ত নাভি ও টোনড ফিগারে অনন্যার এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। ছবি শেয়ার করে অনন্যা ক্যাপশনে লিখেছেন – ‛ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’। অন্যনার এই ছবির কমেন্ট বক্সে একের পর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Ananya Guha (Munni) (@reel_ananya)

আর তারই মধ্যে অন্যনার দিদি অর্থাৎ অভিনেত্রী অলকানন্দা লিখেছেন যে – ‛ব্যাস আগুন এবার সব জ্বলবে। দেখ কত্ত কমেন্ট আসবে উল্টোপাল্টা’। পাশাপাশি নেটিজেনদের অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন যে – ‛খুব সুন্দর’। কেউ আবার হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন। বৈদিক ভিলেজের স্পা রিসর্টের সুইমিং পুলে তোলা অন্যনার এই ছবি দেখে রীতিমত ঘুম উড়েছে অনেক পুরুষ ভক্তদের।