×
EntertainmentVideoViral Video

শাড়ি ছেড়ে শর্ট ড্রেসে রাস্তার মাঝে উদ্দাম নাচ ‘মিঠাই’-এর নীপার, ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা

‛চিরদিনই তুমি যে আমার’ সিনেমার ‛U La La’ গানে নেচে ভাইরাল (Viral) অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা। বর্তমানে তাকে ‛মিঠাই’ ধারাবাহিকে নীপার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত অভিনেত্রী। ‛ডান্স বাংলা ডান্স’ জুনিয়র দিয়েই তার অভিনয় জগতের পথচলা শুরু হয়। এরপর একের পর এক ধারাবাহিকে কাজ করে মনজয় করেছেন নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Saha (@oindrilasaha21)

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ ঐন্দ্রিলা। মাঝে মধ্যেই ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি তাকে রাস্তার মাঝেই ‛চিরদিনই তুমি যে আমার’ সিনেমার ‛U La La’ গানে নাচতে দেখা যাচ্ছে। তার পরনে রয়েছে সাদা কালো ফ্লোরাল প্রিন্টের শর্ট ড্রেস। সঙ্গে হাই হিল ও হালকা মেকআপে ঐন্দ্রিলার এই লুক মুহুর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। ধারাবাহিকে তাকে শাড়ি লুকে দেখা গেলেও বাস্তবে তাকে কিন্তু বেশ অন্যরকম লুকে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Saha (@oindrilasaha21)

সম্প্রতি কিছুদিন আগেই অভিনেত্রীর প্রেমের সম্পর্ক ভাঙনের খবরে উত্তাল হয়েছিল টেলিপাড়া। ক্লাস টেন থেকেই স্নেহাশীষ হালদারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। ‛দেবীপক্ষ’ সিরিয়ালের শ্যুটিং চলাকালীনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তবে, কেন প্রেম ভাঙলো সেই বিষয়ে ঐন্দ্রিলা জানিয়েছিলেন যে, ‛সম্পর্কে বোঝাপড়া কমে আসছিল। তাই বাধ্য হয়ে সরে এসেছি’।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Saha (@oindrilasaha21)

এই মুহূর্তে কেরিয়ারেই মন দিতে চান অভিনেত্রী। আপাতত সিঙ্গেল লাইফ চুটিয়ে এনজয় করছেন ঐন্দ্রিলা। সম্প্রতি তার এই রিল ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।