ট্রেন্ডিং গানে দুর্দান্ত নাচ ‘মিঠাই’-এর নিপা, টেস ও সোমের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

ট্রেন্ডিং গান ‛Tum Tum’-র বিটে পা মেলালেন টেস, নীপা, সোম। বর্তমানে টিআরপি তালিকায় ‛মিঠাই’য়ের (Mithai) স্থান তলানিতে গিয়েই ঠেকেছে। তবে, তারপরেও কিন্তু মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি। বরং এখনও গল্পে কি টুইস্ট আসতে চলেছে সেই দিকে মুখিয়ে ভক্তরা। এখন মিঠি ও শাক্যকে নিয়ে এগিয়ে চলেছে গল্পের ট্র্যাক।
বর্তমানে মিঠি মোদক পরিবারে রয়েছে মিঠাই রূপে। আর সেখানেই একেরপর টুইস্ট আসছে। মিঠিকে সঙ্গে নিয়ে মিঠাইয়ের খুনীকে ধরার কাজে নেমেছে সিড। আর এই ধারাবাহিকে জনপ্রিয় তিনটি চরিত্র হল টেস, নীপা ও সোম। টেসের চরিত্রে অভিনয় করছেন তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। নীপার চরিত্রে অভিনয় করে নজর করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। আর সোমের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ধ্রুব সরকারকে (Dhrubo Sarkar)।
তিনজনেই টেলি জগতের অতি পরিচিত মুখ। ঐন্দ্রিলা ও ধ্রুবকে সকলেই ‛ডান্স বাংলা ডান্স জুনিয়র’-র মঞ্চ থেকে চেনেন। তারপর থেকেই একেরপর এক ধারাবাহিকে নিজের সুদক্ষ অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন সকলের। পর্দায় নীপা ও টেসের ননদ-বৌদির সম্পর্ক বলুন বা সোম-তোর্সার স্বামী-স্ত্রীর সম্পর্ক টক-ঝাল-মিষ্টি হলেও বাস্তবে কিন্তু এরা একে অন্যের খুব ভালো বন্ধু।
বলা চলে একে অন্যের রিল ভিডিও বানানোর পরিপূরক। সম্প্রতি এবার তিনজনকে দেখা গেল একসঙ্গে রিল ভিডিও বানাতে। যেখানে তাদের একসঙ্গে ট্রেন্ডিং ‛Tum Tum’ গানে নাচতে দেখা যাচ্ছে। নীপার পরণে রয়েছে শাড়ি। টেসের পরণে জিন্স ও টপ। আর সোমের পরণে রয়েছে শার্ট ও প্যান্ট। সম্প্রতি ধ্রুব নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও।
View this post on Instagram
মুহূর্তের মধ্যেই কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। অনেকেই আবার তাকে সৌমিতৃষার সঙ্গে রিল ভিডিও বানানোর অনুরোধ করেছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল তিনজনের একসঙ্গে করা এই রিল ভিডিও।