EntertainmentVideoViral Video

নতুন লুকে ‘মিঠাই’-এর সোম-তোর্সা, দুর্দান্ত নেচে ভক্তদের মুগ্ধ করলেন ধ্রুব-তন্বী, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

ট্রেন্ডিং গানে বর সোমের সঙ্গে রিল ভিডিওতে নজর কাড়লেন সিডের বৌদিমনি তোর্সা (Torsa)। জি বাংলার পর্দায় জনপ্রিয় ‛মিঠাই’ (Mithai) ধারাবাহিককে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। একটা সময় ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা ধরে রেখেছিল এই সিরিয়াল। তবে, সাম্প্রতিক কালে টিআরপি তালিকায় মিঠাই রানীকে প্রথম তিনে দেখা না গেলেও প্রথম দশে রয়েছে এই ধারাবাহিক।

নতুন লুকে ‘মিঠাই'-এর সোম-তোর্সা, দুর্দান্ত নেচে ভক্তদের মুগ্ধ করলেন ধ্রুব-তন্বী, ভাইরাল ভিডিও

যদিও মিঠাইয়ে টিআরপি নিয়ে কিছু যায় আসে না। আগের মতো আজও সকলের কাছে তাদের মিঠাই রানী বড্ড আদরের। ধারাবাহিকে প্রধান চরিত্রের পাশাপাশি বাকি চরিত্র গুলিও বেশ জনপ্রিয় দর্শকদের কাছে। আর তেমনই দুটি চরিত্র হল সোম-তোর্সা। সিরিয়ালে সিডের দাদা ও বৌদির চরিত্রে দেখা যাচ্ছে তাদের। প্রথমদিকে তন্বীর চরিত্রটা নেগেটিভ দেখালেও সময়ের সঙ্গে সঙ্গে বেশ পজেটিভ চরিত্র দেখিয়েছে।

নতুন লুকে ‘মিঠাই'-এর সোম-তোর্সা, দুর্দান্ত নেচে ভক্তদের মুগ্ধ করলেন ধ্রুব-তন্বী, ভাইরাল ভিডিও

ধারাবাহিকে সোমের চরিত্রে অভিনয় করছেন ধ্রুব সরকার (Dhrubo Sarkar)। আর তোর্সার চরিত্রে অভিনয় করছেন তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করা এই অভিনেতাকে সকলেই বেশ চেনেন। তবে, মিঠাইতে সোমের চরিত্র তাকে তুমুল জনপ্রিয়তা দিয়েছে। ধারাবাহিকে বউ তোর্সার সঙ্গে সোমের সম্পর্ক তেমন একটা সহজ-সরল না হলেও বাস্তবে তন্বীর সঙ্গে ধ্রুবর সম্পর্ক কিন্তু একেবারে বন্ধুর মতো।

আর তাইতো তারা যখন তখন পাগলামিতে মেতে ওঠেন। সম্প্রতি এবার এই জুটিকে দেখা গেল একসঙ্গে রিল ভিডিও করতে। ট্রেন্ডিং গানে তারা পা মিলিয়েছেন দুজনেই। তাদের দুজনই রয়েছে মিঠাই ধারাবাহিকের লুকে। সোমের পরণে রয়েছে ফ্লোরাল ডিজাইনের প্রিন্টেড শার্ট। মাথায় টুপি ও চোখে সানগ্লাস। আর তোর্সার পরণে রয়েছে কালো রঙের বডিকর্ন, চোখে সানগ্লাস ও পায়ে হান্টার সু।

 

View this post on Instagram

 

A post shared by Dhruba Jyoti Sarkar (@dhrubo.s)

সম্প্রতি ধ্রুব নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। কেউ লিখেছেন ‛অন ফায়ার’। আবার কেউ লিখেছেন ‛সুন্দর’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সোম-তোর্সার এই নাচের ভিডিও।