×
EntertainmentVideoViral Video

পাঠান ছবির গানে শাহরুখ-দীপিকার স্টাইলে দুর্দান্ত নাচ সোম ও মিঠাইয়ের, তুমুল ভাইরাল ভিডিও

‛পাঠান’- র (Pathaan) গানে রিল ভিডিওতে কোমর দোলালেন সৌমিতৃষা (Soumitrisha) ও ধ্রুব (Dhrubo)। অনেকদিন পর তাদের একসঙ্গে দেখে খুশি ভক্তরা। যদিও ধারাবাহিকে ধ্রুবকে মিঠাই রানীর ভাসুরের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কিন্তু তাদের রিল ভিডিওর জুটি কিন্তু বেশ পছন্দ করেন দর্শকেরা। তবে, বহুদিন ধরেই তাদের একসঙ্গে কোনো ভিডিওতে দেখা যাচ্ছিল না। যা নিয়ে আক্ষেপ প্রকাশও করেছেন অনেক ভক্তরা।

পাঠান ছবির গানে শাহরুখ-দীপিকার স্টাইলে দুর্দান্ত নাচ সোম ও মিঠাইয়ের, তুমুল ভাইরাল ভিডিও -

তবে, আবারও ভক্তদের মন রাখতে হাজির হয়েছেন তারা। এইমুহূর্তে টিআরপি তালিকায় পিছনের দিকে রয়েছে ‛মিঠাই’ ধারাবাহিক। কিন্তু জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও। একেরপর এক টুইস্ট আসছে ধারাবাহিকে। আর যা দেখে রীতিমতো হতভম্ব নেটিজেনরা। প্রথমে মিঠির এন্ট্রি। যাকে প্রথমে সবাই মিঠাই ভাবলেও পরে বুঝতে পারে শারীরিক গঠন ছাড়া আর কোনো দিকেই তার সঙ্গে মিঠাইয়ের মিল নেই।

পাঠান ছবির গানে শাহরুখ-দীপিকার স্টাইলে দুর্দান্ত নাচ সোম ও মিঠাইয়ের, তুমুল ভাইরাল ভিডিও -

এরপর ধীরে ধীরে মিঠি, শাক্য, সিডকে নিয়ে এগোতে থাকে গল্প। এমনকি মিঠির সাহায্য নিয়ে আগরওয়ালকেও ধরে ফেলে সিড। আর তারই মাঝে গল্পে আসে নতুন টুইস্ট। আর সেটা হল হঠাৎ করে দেখা যায় মিঠাই রানীকে। হুবুহু একই সাজপোশাক, লম্বা বিনুনি। যদিও তার সঙ্গে দেখা যাচ্ছে একটি মেয়েকে। কিন্তু মিঠাই রানী আগের সব স্মৃতি ভুলে গেছে। এমনকি এখনও পর্যন্ত সিডের সঙ্গে তার দেখাও হয়নি।

পাঠান ছবির গানে শাহরুখ-দীপিকার স্টাইলে দুর্দান্ত নাচ সোম ও মিঠাইয়ের, তুমুল ভাইরাল ভিডিও -

আগামী দিনে গল্পে কি নতুন মোড় আসবে সেকথা বলবে ধারাবাহিকের আগামী পর্বগুলি। সিরিয়ালের পর্দায় মিঠাই বলুন বা মিঠি দুটো চরিত্রই যেমন হিট তেমনই আবার রিয়েল লাইফে সৌমিতৃষাকে বেশ পছন্দ করেন ভক্তরা। আর তাইতো তার প্রতিটি এক্টিভিটির দিকে নজর থাকে নেটিজেনদের। সম্প্রতি এবার অনস্ক্রিন ভাসুরের সঙ্গে নেচে তাক লাগালেন অভিনেত্রী। ধ্রুব নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন।

পাঠান ছবির গানে শাহরুখ-দীপিকার স্টাইলে দুর্দান্ত নাচ সোম ও মিঠাইয়ের, তুমুল ভাইরাল ভিডিও -

যেখানে ছাদের মধ্যেই ‛পাঠান’ সিনেমার ‛ঝুমে জো পাঠান’ গানে নাচতে দেখা যাচ্ছে সৌমিতৃষা ও ধ্রুবকে। দুজনেই ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন। ধ্রুবর পরণে রয়েছে হলুদ রঙের টি-শার্ট ও কালো প্যান্ট। সৌমিতৃষার পরণে রয়েছে কালো টপ, পার্পেল রঙের প্যান্ট ও পায়ে কালো জুতো। একেবারে হুকস্টেপে পা মিলিয়েছেন দুজনেই।

 

View this post on Instagram

 

A post shared by Dhruba Jyoti Sarkar (@dhrubo.s)

ভিডিও শেয়ার করে ধ্রুব ক্যাপশনে লিখেছেন যে, ‛ট্রেন্ডিং সং’। তাদের এই ভিডিও দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛কতদিন যে অপেক্ষা করেছিলাম’। আবার কেউ লিখেছেন ‛দারুন’। আবার কেউ তাদের এই জুটিকে ‛পাওয়ায় প্যাক’ বলেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ধ্রুব-সৌমিতৃষার এই নাচের ভিডিও।