এত কম বয়সে পাকিস্তানি গান গেয়ে তাক লাগালো মিঠাই-সিদ্ধার্থর ছেলে ‘শাক্য’ ধৃতিস্মান, ভাইরাল ভিডিও

ফের একবার খালি গলায় দুর্দান্ত গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিশু শিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)। তাও যে সে গান নয় একেবারে পাকিস্তানি গান। বর্তমানে তাকে মিঠাই ও সিডের ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’। বর্তমানে টিআরপি তালিকায় মিঠাইয়ের (Mithai) স্থান তলানিতে গিয়েই ঠেকেছে। কিন্তু তাতে কি? মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি।
মিঠাইয়ের সন্তান আসার খবরে বেশ উৎসুক ছিল অনুরাগীরা। আর সেসব হলোও কিন্তু সেই সুখ স্থায়ী হলো না বেশিদিন। অবশেষে আগুনে পুড়ে মৃত্যু হল মিঠাই রানীর। এখন গল্পের ট্র্যাক এগিয়ে চলেছে মিঠাই ও সিডের ছেলে শাক্যকে নিয়ে। আর এই শাক্যর চরিত্রেই অভিনয় করছেন খুদে শিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী। যদিও এটা তার প্রথম ধারাবাহিক নয়। এর আগে ‛বৌমা একঘর’ নামের একটি ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল।
তবে, সেখানে তার অভিনয় খুব বেশিদিনের জন্য ছিলনা। তার বয়স পাঁচ বছর। বয়স পাঁচ হলেও এই খুদে অভিনয় ছাড়াও কিন্তু আরও বেশ কিছু গুণের অধিকারী। এই বয়সে ইতিমধ্যেই সে ৫ টি ভাষায় গান করে ফেলেছেন। যারমধ্যে রয়েছে অসমিয়া, বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ভাষা। এছাড়াও ধৃতিষ্মান ২০২১ সালে ‛ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book Of Records) এ জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি তাকে খালি গলায় ‛পাসুরি’ গানটি গাইতে শোনা যাচ্ছে। গাড়ির মধ্যে বসে এত কঠিন একটি গানকে অবলীলায় সে গেয়ে চলেছে। স্বভাবতই তার গানের গলায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। শুধু তাই নয় এর আগে এই খুদের প্রতিভায় মুগ্ধ হয়ে নরেন্দ্র মোদি তাকে নিয়ে টুইটারে টুইটও করেছেন। এমনকি আপনি জানলে অবাক হবেন যে, এই বয়সে ছেলেটি ‛রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেয়েছেন।
View this post on Instagram
অল্প বয়স থেকে গান গাওয়া ধৃতিষ্মান ইতিমধ্যেই ৭০ টি গান গেয়ে ফেলেছেন। এরমধ্যে তাকে ‛ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি তার এই গানের ভিডিও বেশ ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।