×
EntertainmentVideoViral Video

শুধু পর্দা নয় বাস্তবেও ভাই-বোনের সম্পর্ক, সিড, রাজীব ও স্যান্ডিকে রাখী পরালো নিপা, ভাইরাল দৃশ্য

সিড, রাজীব, ‘স্যান্ডি’ র হাতে রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব উদযাপন করলেন পর্দার নীপা ওরফে ঐন্দ্রিলা (Oindrila Saha)। আজ রাখিবন্ধন। এই দিনে সকল বোনেরা তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে বন্ধনকে আরও মজবুত করে। তবে, শুধু ভাই-বোনই নয় যে কোনো সম্পর্কের বন্ধনকেই মজবুত করতে রাখি পরানো যায়। সিরিয়ালের সেট মানেই নানা রকমের খুনসুটি। আর সঙ্গে একের পর এক সম্পর্কের সমীকরণ।

কেউ বা কারোর ভালো বন্ধু। কেউ বা আবার মেয়ের মতোন। আবার কারোর মধ্যে ভাই-বোনের সম্পর্ক। এই মুহূর্তে জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’ (Mithai)। সিরিয়ালের জনপ্রিয়তার পাশাপাশি প্রতিটি চরিত্রের জনপ্রিয়তাও তুঙ্গে।

ধারাবাহিকে সবচেয়ে ছোট হল নীপা। আর এই চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। সেটে সকলেরই আদরের ছোট্ট অভিনেত্রী।

এমনকি সিড, রাজীব, স্যান্ডি সকলের সঙ্গেই তার ভাই-বোনের সম্পর্ক। আর তাই আজ এই রাখিবন্ধনের দিনে এই তিনজনের হাতেই রাখি পড়ালেন অভিনেত্রী। আর সেই ছবিই উঠে এসেছে নেট মাধ্যমে। রাখি পরে চকলেট হাতে হাসি মুখে ছবিও তুলেছেন সিডি বয়, রাজীব ও স্যান্ডি। ‛Tolly Time’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ছবিগুলি ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে।