Adrit-Kaushambi: ছুটির দিনে কৌশাম্বির সঙ্গে রোমান্টিক ডেটে আদৃত! এই জিনিসটি দেখে ধরে ফেলল ভক্তরা

গতকাল ছিল শ্রম দিবস। যথারীতি তালাবন্ধ স্টুডিও পাড়া। আর সেই সুযোগে একান্তে সময় কাটালেন আদৃত-কৌশাম্বি (Adrit-Kaushambi)। যদিও তারা একসঙ্গে ধরা দেননি ফ্রেমে। কিন্তু কারোরই বুঝতে বাকি নেই যে তারা একসঙ্গে রয়েছেন। বর্তমানে পর্দার উচ্ছেবাবু ও নন্দার প্রেমকাহিনী টেলিপাড়ার হট টপিক। তারা পরস্পরকে রীতিমতো চোখে হারান। এমনকি দুজনের বন্ডিংও নজর এড়ায় না কারোর।
বহু আগেই আদৃত (Adrit Roy) এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি সিঙ্গেল নন, কমিটেড। তবে, ভালোবাসার মানুষের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি। কিন্তু ভক্তদের কি আর বুঝতে সময় লাগে। তারা বহু আগেই ধরে ফেলেছেন অভিনেতা কার সঙ্গে প্রেম করছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) কম চর্চা হয়না। কিন্তু তারা কেউই স্বীকার করেননি তাদের সম্পর্কের কথা।
কিন্তু ওই যে বলে না খবর হাওয়ায় ভাসে। এটাও তেমনই। কিন্তু তারই মাঝে ছোট্ট মিসটেক করে ফেললেন উচ্ছেবাবু। আর তাতেই ভক্তরা একেবারে নিশ্চিত ছুটির দিনে আদৃত-কৌশাম্বি (Adrit-Kaushambi) একসঙ্গে আছেন। গতকাল মে দিবস উপলক্ষে স্টুডিওপাড়া বন্ধ ছিল। আর তাই ছুটির দিনে তারা বেরিয়ে পড়লেন নিজেদের মতো সময় কাটাতে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তেমন একটা এক্টিভ নয় আদৃত। তবে, মাঝে মধ্যেই ছবি পোস্ট করে তাক লাগান ভক্তদের।
এবার আদৃত (Adrit Roy) নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তার পরণে রয়েছে বেগুনি রঙের টি-শার্ট সঙ্গে অলিভ রঙের প্যান্ট ও স্নিকার্স। চোখে চশমা। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন যে, ‛মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি’। তবে, আদৃতের ডান পাশে পরে থাকা একটা চশমা নজর কেড়েছে সকলের। আর সেই দেখেই ভক্তদের দাবি যে এটি কৌশাম্বির (Kaushambi Chakraborty) চশমা। তারা একেবারে নিশ্চিত যে তারা দুজন একসঙ্গে রয়েছেন।
View this post on Instagram
তবে, এখানেই কিন্তু শেষ নয় বিষয়টি। কিছুক্ষনের মধ্যেই একই লোকেশন থেকে কৌশাম্বিও (Kaushambi Chakraborty) একটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে পার্পেল কালারের ওয়ানপিসে দেখা যাচ্ছে। চোখে সানগ্লাস ও কাঁধে ব্যাগ। আর সেই দেখেই আরও একবার নিশ্চিত আদৃত-কৌশাম্বি (Adrit-Kaushambi) একসঙ্গে রয়েছেন। এবার দেখার পালা আগামী দিনে তাদের সম্পর্ক কোনদিকে মোড় নেয়।