EntertainmentVideoViral Video

মিঠাইয়ের থেকেও উপরে, ‘Didi No.1′-এর মঞ্চে ‘মিষ্টি’ অনুমেঘার পাকামি দেখে হাঁ রচনা, ভাইরাল ভিডিও

Advertisement

দিদি নাম্বার ওয়ানের (Didi No.1) মঞ্চে এবার হাজির হলেন ‛মিঠাই’ (Mithai) খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛মিঠাই’। প্রথম দিন থেকেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে ধারাবাহিকটি। একটা সময় টানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা ধরে রেখেছিল এই সিরিয়াল।

মিঠাইয়ের থেকেও উপরে, ‘Didi No.1'-এর মঞ্চে ‘মিষ্টি' অনুমেঘার পাকামি দেখে হাঁ রচনা, ভাইরাল ভিডিও

তবে, বর্তমানে প্রথম স্থানে না থাকলেও সেরা দশের তালিকায় নিজের স্থান ধরে রেখেছে এই সিরিয়াল। ধারাবাহিকে একদিকে যেমন মিঠাইয়ের ছেলে রয়েছে শাক্য তেমনই রয়েছে তাদের মেয়ে। তার নাম মিষ্টি। আর এই মিষ্টির চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। পর্দায় তার মিষ্টি অভিনয় ইতিমধ্যেই মনজয় করে নিয়েছে সকলের।

মিঠাইয়ের থেকেও উপরে, ‘Didi No.1'-এর মঞ্চে ‘মিষ্টি' অনুমেঘার পাকামি দেখে হাঁ রচনা, ভাইরাল ভিডিও

সিরিয়ালে যেমন সে পাকা পাকা কথা বলে বাস্তবেও কিন্তু অনুমেঘা তেমন। সম্প্রতি অনুমেঘা মাকে নিয়ে হাজির হয়েছিলেন ‛দিদি নম্বর ওয়ান’-র মঞ্চে। এদিন দিদির মঞ্চে এসেই অনুমেঘা মিঠাইয়ের স্টাইলে ডায়লগ বলে শোনায়। আর তাতে রচনা (Rachana Banerjee) প্রশ্ন করেন ডায়লগ মুখস্ত করো কিভাবে? আর তাতে মিঠাইয়ে মিষ্টি ওরফে অনুমেঘা বলেন যে, একটা মানুষ এভাবে কথা বলতে পারলে তাহলে ডায়লগও মুখস্থ করতে পারে। এই কথা শুনে তো রচনার মাথায় হাত।

এরপরই রচনা বলেন যে, পড়াশোনাটা কি হচ্ছে? আর তাতে অনুমেঘা বলেন যে, গল্প শেষ। তারপরই সবাই হো হো করে হেসে ওঠে। সম্প্রতি জি বাংলার (Zee Bangla) অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ভিডিওটি শেয়ার করা মাত্রই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛সো কিউট’। আবার কেউ লিখেছেন ‛মিষ্টি’। আবার কেউ ভালোবাসার ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল এই ভিডিও ক্লিপ।