বাবা-ছেলের যুগলবন্দী! সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত গান গাইলো ‘শাক্য’ ধৃতিষ্মান, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

বাপ-বেটার গানের যুগলবন্দীতে মজলো নেটপাড়া। পর্দায় দুজন দুজনের বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেন। কিন্তু ছেলে বাবাকে ‛বাবা’ নয় বরং ‛পা’ বলে ডাকে। কাদের কথা বলছি বুঝতে পারছেন নিশ্চই? হ্যাঁ তারা হলেন মিঠাই ধারাবাহিকের অন্যতম দুই চরিত্র। একজন হলেন সিড ওরফে আদৃত রায় (Adrit Roy)। আর অন্যজন হলেন শাক্য ওরফে শিশু শিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)।
দুজনেই যেমন অভিনয় করেন পাশাপাশি তারা গানের চর্চাও করেন। আর তাই দুই গানের মানুষের যুগলবন্দী যে বেশ ভালোই জমবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তেমন একটা এক্টিভ নয় আদৃত। যদিও তার পোস্টেরই অপেক্ষায় থাকেন ভক্তরা। আর তাইতো পোস্ট না করার মাঝেও আবার কিছু কিছু পোস্ট করে চমকে দেন ভক্তদের। সম্প্রতি তেমনই আদৃত (Adrit Roy) নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও (Video)।
যেখানে আদৃত ও ধৃতিষ্মান (Adrit-Dhritishman)।
দুজনকে একসঙ্গে ‛Kiska Hai Ye Tumko Intezar Main Hoon Na’ গানটি গাইতে দেখা যাচ্ছে। ‛Main Hoon Na’ সিনেমায় এই গানটি গেয়েছিলেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল। সুর দিয়েছিলেন অনু মালিক। গানের শুরুটা ধৃতিষ্মান (Dhritishman Chakraborty) করলেও পরে যোগ দেয় আদৃত। এরপর দুজনে মিলে একসঙ্গে গলা মেলায়। খুব সম্ভবত শ্যুটিংয়ের ফাঁকেই তারা মেতেছেন এই গানে।
ভিডিও (Video) শেয়ার করে আদৃত ক্যাপশনে লিখেছেন যে, ‛অনেকদিন পর মাস্টার ধৃতিষ্মান চক্রবর্তীর (Dhritishman Chakraborty) সঙ্গে বসে গান গাইলাম’। সঙ্গে একটি হার্টের ইমোজিও দিয়েছেন। ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛অসাধারণ’। আবার কেউ লিখেছেন ‛কিউট পেয়ার’। আবার কেউ হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) বাপ-ছেলের এই ভিডিও (Video)।