Entertainment

নতুন জার্নি শুরু শাক্যর, ‘মিঠাই’ শেষ হতেই বড়পর্দায় আসছে ধৃতিষ্মান, শুভেচ্ছার বন্যা নেটমহলে

‛মিঠাই’ (Mithai) শেষ হয়েছে দিনকয়েক হয়ে গিয়েছে। সকলের পছন্দের এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মনখারাপ হয়েছে ভক্তদের। কিন্তু ভক্তদের মন ভালো করতে সদা সর্বদা চেষ্টা করে যান শিল্পীরা। এই যেমন মিঠাই শেষ হতে না হতেই বড়পর্দায় কাজ করার সুখবর দিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। এবার পালা অন্য কারোর। কিন্তু কে সে তাই ভাবছেন নিশ্চই? বর্তমানে তার বয়স ৭ বছর। কিন্তু মাত্র ৫ বছর বয়সে সে অহমিয়া, বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ভাষায় গান গেয়েছেন।

এছাড়াও ২০২১ সালে ‛ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book Of Records) এ জায়গা করে নিয়েছেন। এমনকি আপনি জানলে অবাক হবেন যে, এই বয়সে ছেলেটি ‛রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেয়েছেন। ১১ মাস বয়স থেকে গান গাওয়া এই খুদে ইতিমধ্যেই ৭০ টি গান গেয়ে ফেলেছেন। এরমধ্যে তাকে ‛ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এতক্ষনে বুঝে গিয়েছেন নিশ্চই কার কথা বলছি? হ্যাঁ তিনি হলেন ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)।

তবে, বর্তমানে সবাই তাকে মিঠাই ও সিডের ছেলে শাক্য হিসেবেই বেশি চেনেন। একদিকে যেমন সে খুব ভালো গান করে তেমনই আবার অভিনয়ও দারুন করে। তা আপনারা মিঠাই সিরিয়ালের পর্দায় দেখতে পেয়েছেন। আর এবার সৌমিতৃষার পর ধৃতিষ্মানও পা রাখতে চলেছেন বড়পর্দায়। কৌশিক গঙ্গোপাধ্যায়-এর নতুন ছবি ‛অসুখ-বিসুখ’-এ (Ashukh-Bishuk) অভিনয় করতে দেখা যাবে সকলের প্রিয় শাক্যকে।

এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra), ঈশা সাহা (Ishaa Saha)। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সায়নী গুপ্ত সহ আরও অনেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়য়ের (Koushik Ganguly) ছেলে উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে কৌশিক গাঙ্গুলির। প্রথমদিকে এই চরিত্রটি অঞ্জন দত্তের করার কথা ছিল। কিন্তু পরের দিকে ডেট না মেলায় শ্যুটিং শুরুর আগের রাতে তিনি পিছিয়ে আসেন।

আর তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় কৌশিক গাঙ্গুলিকেই দেখা যাবে এই চরিত্রে। ছবিতে অঙ্কুশ-ইশার পরিবারের একজন সদস্য হিসেবে দেখা মিলবে ধৃতিষ্মানের (Dhritishman Chakraborty)। গোটা ছবিতেই তাকে দেখতে পাবেন দর্শকেরা। সোমবার থেকে ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা কবে সিনেমা হলে মুক্তি পায় ছবি। আর ছোট্ট ধৃতিষ্মানের বড় পর্দায় অভিনয় কতটা মন ভরাতে পারে সে দিকেই তাকিয়ে সকলে।