‘দেবের বিছানায় গিয়ে সিনেমায় চান্স পেয়েছে’! নিন্দুকদের মুখের উপর মোক্ষম জবাব দিলেন ‘মিঠাই’ সৌমিতৃষা

দেবের (Dev) বিছানায় গিয়ে নায়িকা হয়ে গেলেন সৌমিতৃষা (Soumitrisha)! কটাক্ষ নেটিজেনদের। সবেমাত্র ছোটপর্দা ছেড়ে বড়পর্দার দিকে এগিয়ে চলেছেন সকলের আদরের মিঠাই রানী। কিন্তু শুরুতেই এহেন মন্তব্য নেটিজেনদের। সকলেই জানেন নিশ্চই জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিল হল ‛মিঠাই’ (Mithai)। দীর্ঘ আড়াই বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করেছে এই সিরিয়াল। কিন্তু সময়ের নিয়মে ধারাবাহিকে ইতি তো টানতেই হয়। আর তেমনই এই ধারাবাহিকেরও সফর শেষ হতে চলেছে।
এমনকি শেষপর্বের শ্যুটিংও হয়ে গিয়েছে। আর মিঠাই (Mithai) ধারাবাহিকের শেষলগ্নে এসে আরও একটি খবর এসেছে প্রকাশ্যে। আর সেটা হল মিঠাই ওরফে সৌমিতৃষার বড়পর্দায় ডেবিউয়ের খবর। অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‛প্রধান’ ছবির নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। আর তার বিপরীতে থাকছেন টলিউডের সুপারস্টার দেব (Dev)। আগামী আগস্ট মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। আর এই খবরে একেবারে খুশির ফোয়ারা ছুটছে মিঠাই ভক্তদের মনে।
কিন্তু তারই মাঝে একাধিক নেটিজেনের কটাক্ষের মুখে পড়লেন নায়িকা। নেটিজেনদের একাংশ লিখেছেন যে, দেবের পা চেটে অথবা দেবের বিছানায় গিয়ে নায়িকা হয়ে গেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। এমনকি অনেকে আবার সৌমিতৃষা ও দেবের (Soumitrisha-Dev) উচ্চতা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। তবে, নায়িকার এই অপমান কিন্তু একেবারেই মেনে নেননি তার ভক্তরা। বরং পাল্টা জবাবে একেবারে ধুঁয়ে দিয়েছেন ট্রোলারদের।
তবে, এই বিষয়ে সৌমিতৃষা কি বলেছেন? এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন যে, মিঠাই (Mithai) তার সন্তানতুল্য। এরসঙ্গে ‛প্রধান’-এ সুযোগ পাওয়ার কোনো সম্পর্ক নেই। এগিয়ে যাওয়ার নামই জীবন। সৎ পথে থেকে নিষ্ঠা ও দর্শকদের ভালোবাসা নিয়েই তিনি আগামীদিনে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন।
পাশাপাশি কটাক্ষ প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেছেন যে, দুই শ্রেণীর মানুষ থাকেন। যারা অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে পরিশ্রম করে এগিয়ে যান। আর অপরদল মনে করেন সবকিছু এমনিতেই হয়ে যায়। কিন্তু দ্বিতীয় দলের মানুষরা কোনোদিনও সাফল্যের মুখ দেখতে পারেনা। আর তাই তারা সামনে এগিয়ে চলা মানুষদের পিছন থেকে টেনে ধরতে চান। আপাতত এইসব গুজবে কান না দিয়ে নিজেকে ‛প্রধান’-এর জন্য তৈরি করতে চান নায়িকা।
View this post on Instagram
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ক্রিসমাসে বড়পর্দায় দেব-সৌমিতৃষার কেমিস্ট্রিতে বুঁদ হবেন দর্শকেরা। পারিবারিক এই ছবি প্রধান এ দেব-সৌমিতৃষা (Dev-Soumitrisha) ছাড়াও দেখা যাবে প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে।