EntertainmentViral Video

‘বোলে চুড়িয়ান’, জনপ্রিয় হিন্দি গানে জুটি বেঁধে তুমুল নাচ মিঠাই ও সিদ্ধার্থের, রইল ভিডিও

Advertisement

২০২১ সালের ৪ঠা জানুয়ারি ‘মিঠাই’ ধারাবাহিকটি শুরু হয়েছিল। এখনও পর্যন্ত ৭৫০ মতো এপিসোড টেলিকাস্ট হয়ে গেছে। টানা ৪৬ বার বেঙ্গল টপার হয়েছে মিঠাই। ধারাবাহিকের মুচমুচে টুইস্ট, কলাকুশলীদের অসামান্য অভিনয়, গল্প ও ডায়লগ সব মিলিয়ে ধারাবাহিকের মূল ইউএসপি এটাই। তবে সিদ্ধার্থ ও মিঠাইয়ের জমজমাট প্রেম যেন দর্শকদের সবথেকে বেশি পছন্দের।

'বোলে চুড়িয়ান', জনপ্রিয় হিন্দি গানে জুটি বেঁধে তুমুল নাচ মিঠাই ও সিদ্ধার্থের, রইল ভিডিও

তাই আবারো সিড ও মিঠাইয়ের দুর্দান্ত জমজমাট একটা রোমান্টিক নাচের মুহূর্ত হয়ে উঠেছে ভাইরাল। আসলে দর্শকরা ধারাবাহিকের বাইরেও তাদের দুজনের মুহূর্ত দেখতে চান। তাই ইউটিউবের মাধ্যমেও ধারাবাহিকের বিভিন্ন মুহূর্ত এখন ভাইরাল হচ্ছে। সেখান থেকেই দেখা গেল এই বিশেষ নাচের মুহুর্ত।

'বোলে চুড়িয়ান', জনপ্রিয় হিন্দি গানে জুটি বেঁধে তুমুল নাচ মিঠাই ও সিদ্ধার্থের, রইল ভিডিও

ধারাবাহিকের কোনো এক এপিসোডে নাচ করেছিলেন সিড ও মিঠাই। যেখানে গোলাপি রঙের শাড়িতে সেজেছেন দুস্টুমিষ্টি নায়িকা। আর সিড পরেছিলেন সুন্দর পাঞ্জাবি। তাদের রোমান্টিক নাচ দেখে কার্যত গলে গেছেন দর্শকরা। কিন্তু কোন গানে নাচ করেছে এই ফেভারিট জুটি জানেন?

‘কাভি খুশি কাভি গম’ সিনেমার ‘বোলে চুড়িয়ান’ গানে জমিয়ে নেচেছেন তিনি। শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষদেরও দেখা গেছে এই মুহূর্তে। নিশ্চয়ই এবার আপনাদেরও এই দুর্দান্ত নাচের মুহূর্ত দেখতে ইচ্ছা করছে। আর সময় নষ্ট নয় এবার চটপট ‘মিঠাই’ -র সবথেকে সুন্দর মুহূর্তটি দেখে নিন।