Entertainment

Mithai : টপার ‘অনুরাগের ছোঁয়া’কে টেক্কা দিতে আসছে ‘মিঠির বিবাহ অভিযান’, প্রকাশ্যে নয়া প্রোমো

Advertisement

Mithai : মিঠির (Mithi) বিয়ে বাঞ্চাল করতে এবার ছদ্মবেশে বিয়ের মণ্ডপে হাজির সিড-মিঠাই (Sid-Mithai)! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। জি বাংলার (Zee Bangla) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛মিঠাই’ (Mithai)। টিআরপি তালিকায় প্রথম স্থান হারিয়েছে ঠিকই কিন্তু জনপ্রিয়তায় এই সিরিয়ালকে টেক্কা দিতে আজও ঘাম ছোটে নতুন ধারাবাহিকের। আর তার উদাহরন হিসেবে রয়েছে ‛বালিঝড়’-এর (Balijhor) মতো ধারাবাহিক। মোদক পরিবারে একেরপর এক প্রজেক্ট যেন লেগেই আছে।

Mithai : টপার ‘অনুরাগের ছোঁয়া'কে টেক্কা দিতে আসছে ‘মিঠির বিবাহ অভিযান’, প্রকাশ্যে নয়া প্রোমো

মাঝে মিঠাই (Mithai) রানীর না থাকায় সেই প্রজেক্টে ধামাচাপা পড়েছিল। সবাই মিঠাই রানীর শোকে কাতর ছিল। কিন্তু আবার মিঠাই ফিরতেই ধীরে ধীরে আবারও হল্লা পার্টি ফিরছে পুরোনো মেজাজে। সম্প্রতি এখন সকলেই ব্যস্ত সোম-তোর্সার (Som-Torsa) বৈবাহিক জীবনের শান্তি ফিরিয়ে আনতে। তারই মাঝে এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে মিঠিকে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে।

Mithai : টপার ‘অনুরাগের ছোঁয়া'কে টেক্কা দিতে আসছে ‘মিঠির বিবাহ অভিযান’, প্রকাশ্যে নয়া প্রোমো

কিন্তু হঠাৎ করে মিঠির (Mithi) বিয়ে কিভাবে হচ্ছে সেই নিয়ে তো ইতিমধ্যেই দর্শকদের চর্চা তুঙ্গে। তবে, এসবের মধ্যেই ভাইরাল (Viral) ওই প্রমোতে দেখা যাচ্ছে একেবারে বিয়ের কনের সাজে সাতপাকে ঘুরছে মিঠি। আর তখনই অটোতে করে ছদ্মবেশে সিড, মিঠাই ও রাজীব (Sid-Mithai-Rajib) এসে হাজির হয় বিয়ের মণ্ডপে। আর মিঠাই মিঠিকে বলে চলে আয় মিঠি তোর জন্য অন্য পাত্র অপেক্ষা করছে। এই কথা শুনে মিঠি বিয়ের মণ্ডপ থেকে ছুটে আসলে একজন লোক তাকে বাধা দেয়।

Mithai New Promo:

আর সেই মুহূর্তে সিড (Sid) বন্দুক হাতে তাকে রুখে দেয়। খুব সম্ভবত মিঠির বাবা তাকে জোর করে মনোহরা থেকে নিয়ে যায়। আর তারপর তারই পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দিতে যায়। যদিও মিঠি এই বিয়েতে একেবারেই রাজি নয়। তাই হল্লা পার্টি একেবারে প্রজেক্ট করে মিঠিকে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে আসে। সম্প্রতি জি বাংলার (Zee Bangla) অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। এবার দেখার পালা আগামী দিনে আর কি টুইস্ট আসতে চলেছে মিঠাইতে(Mithai)।