EntertainmentVideoViral Video

মিউজিকের তালে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ ‘মিঠাই-সিড’ কন্যা মিষ্টির, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

মিউজিকের তালে রিল ভিডিওতে মাতলেন অনুমেঘা। মুহূর্তে ভাইরাল ভিডিও। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛মিঠাই’ (Mithai)। প্রথম দিন থেকেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে ধারাবাহিকটি। একটা সময় টানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা ধরে রেখেছিল এই সিরিয়াল।

তবে, বর্তমানে প্রথম স্থানে না থাকলেও সেরা দশের তালিকায় নিজের স্থান ধরে রেখেছে এই সিরিয়াল। বর্তমানে মিঠাই ফিরে আসায় আবারও হালে পানি পেয়েছে এই ধারাবাহিক। মিঠাই মারা যাওয়ার পর থেকে মোদক পরিবারের একেবারে ছন্নছাড়া অবস্থা হয়েছিল। মাঝে মিঠাইয়ের মতো দেখতে মিঠি আসায় অনেক কিছুই আবার ঘটতে থাকে মোদক পরিবারে।

এরপর মিঠির হাত ধরে মিঠাইয়ের খুনীদের শাস্তি দেয় সিড। তবে, এরই মাঝে আবার হাজির হয়েছে মিঠাই। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বর্তমানে মিঠাইকে ফিরে পেয়েছে সিড। সে যে আসলে মরেনি তা প্রমাণ হয়েছে। যদিও সে স্মৃতি হারিয়েছে। এখন সে তার উচ্ছে বাবুকেও চিনতে পারছে না। ধারাবাহিকে একদিকে যেমন মিঠাইয়ের ছেলে রয়েছে শাক্য তেমনই রয়েছে তাদের মেয়ে। তার নাম মিষ্টি।

আর এই মিষ্টির চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। পর্দায় তার মিষ্টি অভিনয় ইতিমধ্যেই মনজয় করে নিয়েছে সকলের। সিরিয়ালে যেমন সে পাকা পাকা কথা বলে বাস্তবেও কিন্তু অনুমেঘা তেমন। শুধু কি তাই অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ এই খুদে অভিনেত্রী। মাঝেমধ্যেই রিল ভিডিওতে নজর কাড়েন।

সম্প্রতি এবার তাকে মিউজিকের তালে নাচতে দেখা যাচ্ছে। পরণে রয়েছে সাদা রঙের জামা ও প্যান্ট। পায়ে জুতো। ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛কিউট’। আবার কেউ লিখেছেন ‛মিষ্টি’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অনুমেঘার এই ভিডিও।