অভিনয়ের জন্য দিন-রাত পরিশ্রম! তারপরেও উচ্চমাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট ‘মিঠাই’-এর পিঙ্কি ওরফে অনন্যার

শ্যুটিংয়ের চাপ সামলেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় দারুন রেজাল্ট করলো সকলের প্রিয় মুন্নি ওরফে অনন্যা (Ananya Guha)। বর্তমানে বাংলা টেলিভিশনের (Television) পর্দায় কনিষ্ঠতম সদস্যদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন অনন্যা গুহ। একসময় ‛জি বাংলার’ পর্দায় চলা জনপ্রিয় ‛কৃষ্ণকলি’ ধারাবাহিকে ‛মুন্নি’ নামের চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। পর্দায় তাকে মূলত খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল। ধীরে ধীরে তার চরিত্রে এসেছিল পজেটিভ শেড।
View this post on Instagram
আর তারপর থেকে মুন্নি (Munni) ওরফে অনন্যাকে (Ananya Guha) আর ফিরে তাকাতে হয়নি। ‛লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, মিঠাই-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। মিঠাই (Mithai) ধারাবাহিকে ‛পিঙ্কিজি‘ চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। বর্তমানে তাকে স্টার জলসার পর্দায় ‛ কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। এছাড়াও আগামী দিনে তাকে স্টার জলসার পর্দায় আগত নতুন ‛তুঁতে’ ধারাবাহিকে দেখা যাবে। ইতিমধ্যেই অন এয়ার হয়েছে প্রোমো।
আর সেখানে তার চরিত্রের ঝলকও দেখে ফেলেছেন সবাই। আর তা দেখে স্পষ্ট যে একজন বড়লোক বাড়ির জেদি, একরোখা মেয়ের চরিত্রেই দেখা মিলবে তার। খুবই অল্প সময়ের কেরিয়ারে নেগেটিভ ও পজেটিভ দুটি চরিত্রেই তিনি কাজ করে তাক লাগিয়েছেন সবাইকে। অভিনেত্রী হিসেবে অনন্যা (Ananya Guha) যে সফল তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু একজন ছাত্রী হিসেবে তিনি কতখানি সফল তা জানেন কি?
View this post on Instagram
বয়স কম হলেও এই বয়সে তিনি অনেক বিবাহিত মহিলার চরিত্রে অভিনয় করেছেন। তার শারীরিক গঠনের জন্য তাকে দেখতে বড়সড়ও মনে হয়। কিন্তু জানেন কি চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন অনন্যা (Ananya Guha)। যথারীতি শ্যুটিংয়ের ব্যস্ততার কারণে আর পাঁচটা সাধারণ ছাত্র-ছাত্রীরা মতো তিনি লেখাপড়া করার সময় পাননা। কিন্তু তারপরেও তিনি যা রেজাল্ট করেছেন তা সত্যিই গর্বের।
View this post on Instagram
সারাদিন শ্যুটিংয়ে পরিশ্রম করেও তিনি ৭৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন। যথারীতি তার এই খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা। এমনকি অনন্যার প্রেমিক সুকান্ত কুণ্ডুও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনে মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে চায় অনন্যা (Ananya Guha)। পাশাপাশি অভিনয়ের কেরিয়ার তো রয়েছেই।