×
EntertainmentVideoViral Video

সাধারন মানুষের মতো রিক্সায় চড়লেন, খেলেন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, মিঠাইয়ের মিষ্টি ভিডিও মন কেড়েছে নেটিজেনদের

অভিনব বিজ্ঞাপনে নজির গড়লেন মিঠাই রানী ওরফে সৌমিতৃষা (Soumitrisha Kundu)। এই মুহূর্তে দাঁড়িয়ে টেলিভিশনের প্রথম সারির একজন অভিনেত্রী হলেন সৌমিতৃষা। ‛মিঠাই’ চরিত্র দিয়ে তিনি সকলের মনে পাকাপোক্ত ভাবে জায়গা করে নিয়েছেন। তার জনপ্রিয়তা নিয়ে এখন নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় মিঠাই রানী। আর হবে নাই বা কেন তার মতো মিষ্টি মেয়ে কজন আছে বলুন তো দেখি?

সাধারন মানুষের মতো রিক্সায় চড়লেন, খেলেন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, মিঠাইয়ের মিষ্টি ভিডিও মন কেড়েছে নেটিজেনদের -

আর তাই এই সুদক্ষ অভিনয়ের খাতিরে পাওয়া জনপ্রিয়তাই এখন তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিচ্ছে। আর সেই জন্যই কোনো অনুষ্ঠানে হোক বা বিজ্ঞাপনে সকলের প্রথম পছন্দ মিঠাই রানী। সম্প্রতি তেমনই এক বিজ্ঞাপনে নজির গড়লেন অভিনেত্রী। Smart Store-এর পুজোর বিজ্ঞাপনের মুখ হয়েছেন সৌমিতৃষা। তবে, বিজ্ঞাপনটি এভাবেই তৈরি করা হয়েছে যা দেখে বাঙালির মনে খুশির ফোয়ারা বইছে।

সাধারন মানুষের মতো রিক্সায় চড়লেন, খেলেন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, মিঠাইয়ের মিষ্টি ভিডিও মন কেড়েছে নেটিজেনদের -

কলকাতার বুকে শ্যুট হওয়া এই বিজ্ঞাপন জুড়ে রয়েছে হলুদ ট্যাক্সি,ফুচকা খাওয়া, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, ধুনুচি নাচ, কুমোরটুলি, রিক্সা, কলকাতার অলিগলি। আর এসব কিছুই বাঙালির মনে এক নস্টালজিয়া তৈরি করে। ভিডিওতে সৌমিতৃষার পরণে রয়েছে শাড়ি। পুরো বিজ্ঞাপনটাতেই শাড়ির লুকে ধরা দিয়েছেন। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

ভিডিও (Video) শেয়ার করে সৌমিতৃষা সকলকেই আগাম দুর্গাপুজো র শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি ভিডিও দেখে নেটিজেনরা একের পর এক ভালোবাসায় ভরিয়েছেন তাদের আদরের মিঠাই রানীকে। সম্প্রতি সৌমিতৃষার এই বিজ্ঞাপন শ্যুট নেটিজেনদের মনে তার জন্য আরও একবার অগাধ ভালোবাসার সৃষ্টি করেছে।