ব্ল্যাক লেডি হয়ে সামনে এলো ‘মিঠাই’-এর ধারা, অভিনেত্রী অর্কজার হট লুক দেখে ঘায়েল নেটিজেনরা

টেলিভিশন জগতের অতি জনপ্রিয় মুখ অর্কজা আচার্য্য (Arkoja Acharyya)। মডেলিং করতে করতেই অভিনয় জগতে পা রাখেন। এরপর স্টার জলসার পর্দায় ‘ওগো নিরুপমা’ সিরিয়াল দিয়েই প্রথম অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। এরপর প্রথম সিরিয়াল দিয়েই বাজিমাত করেন। তবে, খুব সহজেই কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারেননি অভিনেত্রী।
View this post on Instagram
তার জন্য পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই পথ। তা তিনি শেয়ার করেছিলেন ‘দিদি নাম্বার ১’ (Didi No. 1) এর মঞ্চে। প্রথম সিরিয়ালে তাকে সাদামাটা ঘরোয়া লুকে দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় (Social Media) তার লুক দেখে রীতিমতো ভিরমি খায় মানুষজন। সম্প্রতি তাঁকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’তে বসুন্ধরা নামের চরিত্রে অভিনয় করছেন তিনি। যেখানে তিনি একজন পুলিশ অফিসার।
View this post on Instagram
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অর্কজা। মাঝেমধ্যেই রিল ভিডিওতে (Video) নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে ওয়েস্টার্ন পোশাকে ফটোশুট করতে দেখা যাচ্ছে। আর সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। সঙ্গে যোগ করেছেন “ধুম ২” সিনেমার “Crazy Kiya Re গানটি”।
View this post on Instagram
অর্কজার (Arkoja Acharyya) পরনে রয়েছে কালো রঙের শর্ট ওয়েস্টার্ন পোশাক। টেনে বাধা চুল। হাই হিল উষ্ণ চোখের চাউনিতে অভিনেত্রীর এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিও শেয়ার অর্কজা ক্যাপশনে লিখেছেন যে – “ক্রেজি কিয়া রে”। ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একের পর কমেন্টের বন্যায় ভরিয়েছেন। কেউ লিখেছেন যে – “আউটস্ট্যান্ডিং”। কেউ লিখেছেন “লাভেবেল”। তবে এরই মাঝেই একজন নেটিজেন অর্কর্জার এই লুককে ভালোভাবে দেখেননি। তিনি লিখেছেন “খুব বাজে লাগছে”। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিও (Video) ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।