×
Entertainment

হানিমুন পর্ব দেখিয়েই নম্বর বাড়ালো ‘গাঁটছড়া’, কত নম্বরে ‘মিঠাই’, দেখুন TRP তালিকা

Bengali Serial TRP List: বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের দিন। আর এবার জমে ওঠে টিআরপির লড়াই। নায়িকার গুলি লাগার দাওয়াইতেই হারানো সিংহাসন আগেই ফিরে পেয়েছে টিম ‛মিঠাই’ (Mithai)। আর এবারেও তা বজায় রইল। আর সেই ট্র্যাক শেষ হতে না হতেই ওমির নতুন হামলার প্ল্যান সামনে এসেছে। আর তাতেই চোখ আটকেছে সকলের। মিঠাইয়ের টিআরপি রেটিং ৮.৭।

যদিও থেমে নেই টিম গাঁটছড়া(Gantchhora)। গত সপ্তাহে চতুর্থ স্থানে থাকলেও এ সপ্তাহে হানিমুন ট্র্যাক দিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে এই ধারাবাহিক। এ সপ্তাহে গাঁটছড়া র রেটিং ৮.১। একই ভাবে তৃতীয় স্থান দখল করে রেখেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। চলুন দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা।

১.মিঠাই-৮.৭
২.গাঁটছড়া-৮.১
৩.লক্ষ্মী কাকিমা সুপারস্টার,আলতা ফড়িং-৭.৭
৪.গৌরী এলো-৭.৬
৫.ধূলোকনা-৬.৫৮
৬.উমা, অনুরাগের ছোঁয়া-৬.২
৭.মন ফাগুন, এই পথ যদি না শেষ হয়-৬.০
৮.সাহেবের চিঠি, খেলনা বাড়ি, এক্কা দোক্কা-৫.২
৯.লালকুঠি-৫.০
১০.বোধিসত্বের বোধবুদ্ধি-৪.৯