×
Entertainment

TRP List: প্রথম পাঁচে নেই ‘ধুলোকণা’, বেঙ্গল টপার ‘মিঠাই’ নাকি ’গাঁটছড়া’? দেখুন টিআরপি তালিকা

১ বছর আট মাস হতে চললো মিঠাই (Mithai) এসেছে টিভির পর্দায়। তবে এতদিন পরেও এই গল্প থেকে আগ্রহ হারায়নি দর্শকেরা। আর এবারেও তাই বেঙ্গল টপার ধারাবাহিক হল মিঠাই।

Bengali Serial TRP List: নাই নাই করে ১ বছর আট মাস হতে চললো মিঠাই (Mithai) এসেছে টিভির পর্দায়। তবে এতদিন পরেও এই গল্প থেকে আগ্রহ হারায়নি দর্শকেরা। আর এবারেও তাই বেঙ্গল টপার ধারাবাহিক হল মিঠাই। ৮.৩ রেটিং নিয়ে ফের একবার প্রথম স্থানে মিঠাই রানী। এরপর তিন জোড়া হানিমুন পর্ব দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‛গাঁটছড়া’। এই ধারাবাহিকে রেটিং ৮.১। ৮.০ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‛গৌরী এলো’। চলুন তবে জেনে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।

১.মিঠাই-৮.৩
২.গাঁটছড়া-৮.১
৩.গৌরী এলো-৮.০
৪.আলতা ফড়িং-৭.৮
৫.লক্ষ্মী কাকিমা সুপারস্টার-৭.৬
৬.ধূলোকনা-৬.৭
৭.উমা-৬.৫
৮.মন ফাগুন-৬.৪
৯.অনুরাগের ছোঁয়া-৬.৩
১০.এই পথ যদি না শেষ হয়-৫.৮

এতদিন অবধি টিআরপি তালিকায় জায়গা না পেলেও এবারে প্ৰথম রিজওয়ান ও ইন্দ্রানী জুটির ‛নবাব নন্দিনী’র রেটিং ৪.৩ পয়েন্টে। আর ওদিকে গাঁটছড়া র ট্রিপল হানিমুনের চেয়েও মিঠাই-সিডের প্রাণে বাঁচার লড়াই বেশি করে মনছুঁয়েছে দর্শকদের। তাইতো এবারেও প্রথম স্থানে রয়েছে মিঠাই রানী।