সংসার খরচে টান পড়েছে, পরিবারের সুখের কথা ভেবে রাস্তায় মনোহরা বিক্রি করতে বেরিয়েছে মিঠাই, মন খারাপ ভক্তদের

ফের পথে ঘুরে মিষ্টি বিক্রি করবে মিঠাই (Mithai)! কি ঘটতে চলেছে সিরিয়ালের আগামী পর্ব গুলিতে? এই মুহূর্তে সকলেই ‛মনোহরা’ ছাড়া। প্রমিলা লাহার ষড়যন্ত্রের জালে আটকে পড়েছে সকলে। আর তাইতো এখন ঘরছাড়া গোটা মোদক পরিবার। কিন্তু তাতে তাদের মনোবল হারায়নি এতটুকুও। হার মানতে তারা কেউই রাজি নয়। আর তাইতো লড়াই জারি রেখেছে পুরোদমে।
View this post on Instagram
আর এরই মাঝেই মিঠাইয়ের উৎসাহে আয়োজন করা হয় গণেশ পুজোর। বেশ ধুমধাম করেই করা হয় পুজো। আর সেখানে আমন্ত্রণ জানানো হয় প্রমিলা লাহাকেও। নাচে-গানে একেবারে জমজমাট হয়ে ওঠে পুজোর অনুষ্ঠান। কিন্তু হঠাৎ করেই সিড (Sid) সেই কলের মিস্ত্রিকে দেখতে পায়। আর দেখেই তাড়া করে তাকে। কিন্তু অনেক চেষ্টা করেও তার নাগাল পায়না। অবশেষে খালি হাতেই তাকে ফিরতে হয়।
কিন্তু কোনোভাবেই চুপ থাকেনা সিড। ওই কলের মিস্ত্রীকে ধরতে রুদ্রর সাহায্য নেবে বলে মনস্থ করে। এমনকি সেই মতো রুদ্রকে ডেকে পাঠায়। এদিকে আবার তোর্সার সঙ্গে বিবাদ লাগে মিঠাইয়ের। প্রথম থেকেই তোর্সা তাদের বাড়ি মনোহরা বিক্রির কথা বলে আসছে। আর এবারেও সেই একই কথা বলে। কিন্তু মিঠাই রানী এই কথার প্রতিবাদ জানায়। তার স্পষ্ট কথা সে কোনোভাবেই বাড়ি অন্যের হাতে তুলে দেবে না।
মিথ্যে অপরাধের বোঝা এখন মোদকদের ঘাড়ের উপর। আর তাই মোদকদের গয়না, ব্যাঙ্ক একাউন্ট সব ফ্রিজ করা হয়েছে সব গয়না এখন পুলিশের হেফাজতে। আর তাই সিডের বোনদের গয়না পরেই পুজোর দিন সেজে ওঠে মিঠাই রানী। কিন্তু গয়না খোলার মুহূর্তে সিডের খারাপ লাগে। সে ঠিক করে সব ঠিক হয়ে গেলে মিঠাইকে গয়না কিনে দেবে। আর সেই মতোন একটি গয়নাও বেছে রাখে।
View this post on Instagram
কিন্তু মিঠাইয়ের কথা তার গয়নার জন্য মনখারাপ করছে না। শুধু মনখারাপ তার হাতের আংটিটার জন্য। এই মুহূর্তে পুরো পরিবারের আয় বন্ধ। টান পড়ছে সংসার খরচেও। আর তাই ছোট ছোট জিনিস নিয়েও ভাবতে হচ্ছে। এসব কিছুই নজর এড়ায়না মিঠাই রানীর। আর তাই সে ঠিক করে আবারও আগের মতোন সাইকেলে ঘুরে সে মিষ্টি বিক্রি করবে। যদিও এখনও সিড কিছুই জানে না। কিন্তু তাতে কি? মিঠাই রানীর সব ব্যবস্থা একেবারে পাকা
ভোর ভোর উঠে মিষ্টি তৈরি করে নিয়েছে। আর সেগুলো হাঁড়ির মধ্যে ভরেও নিয়েছে। এবার পালা বিক্রি করার। আগামী দিনে দেখার পালা এভাবে মিঠাই রানী কিভাবে তার পরিবারের হাল ফেরাবে ও সকলের মুখে হাসি ফিরিয়ে আনবে।