গোলাপি পোশাক আর খোলা চুলে লাস্যময়ী সৌমিতৃষা, জি বাংলার ‘মিঠাই’-এর রূপে ফিদা ভক্তরা, রইলো ভিডিও
সম্প্রতি সৌমিতৃষা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি ও রিল শেয়ার করেছেন। যেখানে তার পরনে রয়েছে গোলাপী রঙের টু পিস। গলায় সিলভার জাঙ্ক জুয়েলারি। খোলা চুলে কখনও চুল সরিয়ে আবার কখনও নিজের ভঙ্গিমায় ঘুরে ফিরে পোজ দিচ্ছেন।

Soumitrisha Kundu Reel Video: গোলাপি পোশাকে নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। বাংলা টেলিভিশনের (Television) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়াল নিয়ে মানুষের যেমন উত্তেজনার কম নেই ঠিক তেমনই সিরিয়ালের চরিত্র গুলোও ব্যাপক জনপ্রিয় দর্শক মাঝে। তাদের করা কোনো পোস্টই নজর এড়ায়না কারোর। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।
View this post on Instagram
প্রতিদিন রাত ৮ টা বাজলেই মিঠাই রানীর দুস্টু-মিষ্টিতে ভরা খুনসুটি দেখতে টিভির পর্দায় ভিড় জমায় দর্শকরা। যদিও এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তবে, ‘মিঠাই’ ধারাবাহিকই তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। বলা চলে বাংলা টেলিভিশনের (Television) জনপ্রিয় তথা দর্শকদের পছন্দের নায়িকা হলেন সৌমিতৃষা। সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ অভিনেত্রী।
View this post on Instagram
মাঝেমধ্যেই ছবি ও রিল ভিডিওতে (Video) নজর কাড়েন নেটিজেনদের। আর যা ভাইরাল (Viral) হয় হুড়হুড়িয়ে। সম্প্রতি সৌমিতৃষা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি ও রিল শেয়ার করেছেন। যেখানে তার পরনে রয়েছে গোলাপী রঙের টু পিস। গলায় সিলভার জাঙ্ক জুয়েলারি। খোলা চুলে কখনও চুল সরিয়ে আবার কখনও নিজের ভঙ্গিমায় ঘুরে ফিরে পোজ দিচ্ছেন। ব্যাকরাউন্ডে বাজছে হিন্দি গান।
View this post on Instagram
ভিডিও শেয়ার করে সৌমিতৃষা ক্যাপশনে লিখেছেন যে, ‛রাহে বালিয়েন তুঝসে ডোর’। সঙ্গে গোলাপী রঙের হার্টের ইমোজি দিয়েছেন। ভিডিও শেয়ার করতে হাজার হাজার মানুষ লাইকের বন্যায় ভাসিয়েছেন। এমনকি অনেকেই কমেন্ট করেছেন। কেউ লিখেছেন যে ‛কি মিষ্টি’। কেউ লিখেছেন ‛ওয়াও’। আবার কেউ প্রকাশ্যেই সৌমিতৃষাকে ভালোবাসার কথা জানিয়েছেন। সবমিলিয়ে সৌমিতৃষার এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।