×
EntertainmentVideoViral Video

কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর সাজে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ সকলের প্রিয় মিঠাই রানীর, মুগ্ধ ভক্তরা

লেহেঙ্গা চোলিতে অপরূপ সেজে নেচে তাক লাগালেন সকলের প্রিয় মিঠাই রানী ওরফে সৌমিতৃষা। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সেরার সেরা ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। ২০২১ সালের শুরুর দিকে পর্দায় এসেছিল এই ধারাবাহিক। আর তারপর অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে ‘মিঠাই’। আর এই ‘মিঠাই’ চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

অল্প সময়ের মধ্যেই সাফল্যের চূড়ায় পৌঁছেছে সে। এখন তাঁর জনপ্রিয়তা রীতিমতো আকাশ ছোঁয়া। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। সিরিয়ালের পর্দায়ও যেমন হাসিখুশি চনমনে স্বভাবের ঠিক তেমনই বাস্তবের মাটিতে দাঁড়িয়েও সৌমিতৃষা বেশ হাসিখুশি। তার অভিনয় বলুন বা পার্সোনালিটি সবেতেই মুগ্ধ তার অনুরাগীরা। তাকে একটিবার দেখার জন্য আকুল সকলেই।

কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর সাজে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ সকলের প্রিয় মিঠাই রানীর, মুগ্ধ ভক্তরা -

খুব অল্প সময়ের মধ্যেই ‛মিঠাই’ (Mithai) ধারাবাহিকের সুবাদে টেলিপাড়ার এক নম্বর নায়িকা হয়ে উঠেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে লেহেঙ্গা চোলি পরে নাচতে দেখা যাচ্ছে। গলায় হার, হাতে চুড়ি, কানে দুল। ঘোমটা মাথায় তাকে যেন একেবারে রাধিকা লাগছে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন-‘কৃষ্ণ কৃষ্ণ’।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

ভিডিও শেয়ার করতেই একের পর এক নেটিজেনরা কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্ট সেকশন। কেউ লিখেছেন ‛সুন্দরী’। কেউ লিখেছেন ‛রাই কিশোরী’। আবার কেউ হার্ট ও ফায়ারের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন।

প্রসঙ্গত, মডেলিং দিয়েই শুরু করেছিলেন নিজের কেরিয়ার। এরপর বেশ কয়েকটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রেও কাজ করেন। আর তারপর সান বাংলার পর্দায় ‛কনে বউ’ ধারাবাহিকে তাকে মুখ্য চরিত্রে দেখা যায়। আর সেই সিরিয়াল শেষ হতে না হতেই মিঠাই সিরিয়ালের হাত ধরে পান বড়সড় ব্রেক। আর সেই সিরিয়ালই আজ তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।