Advertisement
Entertainment

শীঘ্রই বিয়ে করতে চলেছেন ‘মিঠাই’ ধারাবাহিকের রাতুল ওরফে উদয়, পাত্রী টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী

Advertisement
Advertisements

চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিঠাই ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেতা! কিন্তু তিনি কে জানেন কি? বাংলা টেলিভিশনের পর্দায় সেরার সেরা ধারাবাহিক হল ‛মিঠাই’ (Mithai)। একটা সময় টানা ৫৬ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছিল এই ধারাবাহিক। কিন্তু মাঝে খানিকটা স্রোতে ভাঁটা পড়লে প্রাইম টাইমের বদলে সন্ধ্যের স্লটে দেখানো হয় এই সিরিয়াল। কিন্তু তাতেও সমানভাবে মিঠাই ম্যাজিক অব্যহত।

 

View this post on Instagram

 

A post shared by Uday Pratap Singh (@pratapud)

Advertisements

মিঠাই ধারাবাহিকের পর্দায় কেন্দ্রীয় চরিত্ররা যেমন জনপ্রিয় তেমনই পার্শ্ব চরিত্ররাও। আর তাদের মধ্যেই একজন হলেন রাতুল। যার ভালো নাম উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। এই মিঠাই সিরিয়ালের দৌলতে রাতুল চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি পর্দায় রাতুল ও শ্রীয়ের কেমিস্ট্রি বেশ পছন্দ করেন দর্শকেরা। তবে, পর্দায় শ্রী রাতুলের মনের মানুষ হলেও বাস্তবে কি উদয়ের মনের মানুষ আলাদা। যদিও তিনি টেলিভিশনের মানুষ।

Advertisements

টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর (Anamika Chakraborty) সঙ্গে দীর্ঘ আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছেন উদয়। অনামিকা ‛রাজযোটোক’, ‛উড়ন তুবড়ি’, ‛লালকুঠি’, ‛এখানে আকাশ নীল ২’-র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। টলিপাড়ার মিষ্টি জুটি হিসেবেই পরিচিত উদয় ও অনামিকা। তবে, কবে তারা বিয়ে করছেন এই নিয়ে কিন্তু দর্শকদের উন্মাদনার শেষ নেই।

তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয়েই মুখ খুলেছেন অভিনেতা। বলেছেন যে, ‘প্ল্যানিং চলছে বিয়ে নিয়ে। এই বছরই ইচ্ছা আছে বিয়ের। সবটা ঠিক হলে নিশ্চই জানাবো। এই বছরই আমাদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমরা প্রায় আড়াই বছর ধরে সম্পর্কে  আছি’। এখন শুধু অপেক্ষার পালা কবে সাতপাকে বাঁধা পড়েন এই জনপ্রিয় জুটি।