কালো বিকিনি পরে ছবি পোস্ট ‘এই পথ যদি না শেষ হয়’-এর রিনির, ‘দেশি মুরগি’ বলে কটাক্ষ নেটবাসীর

অপুষ্টিতে ভুগছ কি? সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিকিনি লুকে ছবি পোস্ট করতেই মিশমিকে (Mishmee Das) প্রশ্ন নেটিজেনদের। পাশাপাশি বইছে একেরপর এক কটাক্ষের বন্যা। এপ্রিলের এই দুর্বিসহ গরমে যখন সবার প্রাণ ওষ্ঠাগত ঠিক তখনই বিকিনি লুকে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী মিশমি দাস। তবে, অভিনেত্রীর এই ছবি দেখে নেটিজেনদের মনে কতটা উষ্ণতা এসেছে তা বলা না গেলেও মুখে যে বেশ কটাক্ষ এসেছে তা বলা যায় বৈকি।
View this post on Instagram
বাংলা টেলিভিশন (Television) জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মিশমি দাস (Mishmee Das)। পাশপাশি হিন্দি ধারাবাহিকেও নেগেটিভ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিল দর্শকমহলে। পাশাপাশি ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে রিনি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। কিন্তু একটা সময় হঠাৎ করেই তিনি অভিনয় কেরিয়ার থেকে বিরতি নেন। নিজেই জানান যে, নিজের জন্য সময় চান। এরপর চলে যান গোয়ায় (Goa)।
তারপর মাস তিনেক বিশ্রাম নিয়ে নিজেই ফিরে আসেন। এমনকি তারপর তাকে আবারও বাংলা সিরিয়ালের পর্দায় দেখা যায়। বর্তমানে তাকে ‛খেলনা বাড়ি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। তাও আবার খলনায়িকার চরিত্রে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ মিশমি (Mishmee Das)। মাঝেমধ্যেই হট লুকে ছবি পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি মিশমি বিকিনি লুকে একটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে। তাও আবার গোয়া ভ্রমণের পুরোনো ছবি।
View this post on Instagram
যেখানে তার পরণে রয়েছে কালো রঙের বিকিনি। শরীরটা পিছনের দিকে এলিয়ে দিয়েছেন অভিনেত্রী। পড়ন্ত বিকেলে সমুদ্রের ফুরফুরে হওয়ায় উড়ছে মিশমির (Mishmee Das) চুল। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛স্বর্গ বোধহয় এমনই হয়’। আর এই ছবি দেখেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ তার শরীর দেখে চিন্তার স্বরেই লিখেছেন যে, ‛অপুষ্টিতে ভুগছ তো। ঠিক করে খাওয়া দাওয়া করো’। আবার কেউ লিখেছেন ‛তালপাতার সেপাই’।
তবে অনেকেই আবার কটাক্ষ করে লিখেছেন যে, ‛ঝাঁটার কাঠি’। কেউ লিখেছেন ‛দেশি মুরগি’। আবার কেউ লিখেছেন ‛এর এক্স-রে করার দরকার পড়বে না’। যদিও এসব কথা কোনোদিনই পাত্তা দেননি অভিনেত্রী। বরাবরই নিজের সাহসী লুকের ছবি তুলে ধরেছেন নেটমাধ্যমে। আর এবারেও তেমনটাই করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) অভিনেত্রী মিশমির (Mishmee Das) এই ছবি।