মিশকার দিন শেষ! DNA রিপোর্ট হাতে পেয়ে সত্যিটা জেনে গেল সূর্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া’য়

অবশেষে DNA টেস্টের রিপোর্টে প্রমান হয়ে গেল সোনা-রুপার আসল বাবা সূর্য! রিপোর্ট দেখে কান্নায় ভেঙে পড়লো সূর্য। টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। এতদিন ধরে ভক্তরা যা চেয়ে এসেছে সেটাই বোধহয় এবার সত্যি হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছে সিরিয়ালের পর্দায়।
বলতে গেলে খুবই অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালের শুরুর সময় থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের নেগেটিভ চরিত্র তথা সূর্যের বান্ধবী মিশকার কারণে দূরুত্ব বেড়েছে সূর্য ও দীপার মধ্যে। আর যা দিনেরপর দিন ধরে দেখে আসছেন ভক্তরা। আর তাতে কখনও খানিকটা বিরক্তও হচ্ছে। তবে, এরই মাঝেই পেরিয়েছে অনেকগুলো বছর। সূর্য-দীপা এখন দুই মেয়ের মা-বাবা। যদিও এখনও পর্যন্ত সূর্য মেনে নেয়নি তার দুই মেয়েকে।
আরও পড়ুনঃ আয়ুষ্মান খুরানার গ্যারেজে আছে ‘এক সে এক’ ধাসু গাড়ি, কালেকশন দেখলে চোখ কপালে উঠবে আপনার
মিশকার ভুল বোঝানোতে এত বছর ধরে সূর্য ভেবে এসেছে দীপার দুই সন্তানের বাবা কবীর। কিন্তু অবশেষে মিথ্যের পর্দা সরে গিয়ে বেরিয়ে এল আসল সত্য। এবারে আর ধোপে টিকলো না মিশকার শয়তানি। সম্প্রতি তেমনই একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে, অবশেষে সূর্যের হাতে এসে পৌঁছেছে DNA টেস্টের রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে যে, সোনা-রুপার বায়োলজিক্যাল বাবা সূর্য। যথারীতি রিপোর্ট দেখে তো অবাক হয়ে যায় সূর্য।
এতদিন ধরে সে দীপার সঙ্গে যা ব্যবহার করে এসেছে সেকথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। আর তারপরই পাগলের মতো দীপার কাছে ছুটে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরোয়। ওদিকে হঠাৎ করে দীপা আবার অসুস্থ হয়ে পড়ে। এমনকি অজ্ঞান হয়ে যায়। সেই মুহূর্তে লাবন্য ও প্রবীর আসে। তড়িঘড়ি দীপাকে হাসপাতলে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলে। তাহলে কি আদেও সূর্য পৌঁছাতে পারবে দীপার কাছে? নাকি তারমধ্যেই ঘটে যাবে কোনো অঘটন? তা বলবে ধারাবাহিকের আগামী পর্ব।