টানটান উত্তেজনা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে, শেষমেস দীপার বন্দুকের গুলিতে মরবে মিশকা!

দীপার হাতে গুলিবিদ্ধ মিশকা! ‛অনুরাগের ছোঁয়া’-র অন্তিম পর্ব দেখে হতাশ অনুরাগীরা। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। বেশ টানটান পর্ব নিয়ে এগিয়ে চলেছে এই সিরিয়াল। বর্তমানে এই সিরিয়াল নিয়ে বেশ উত্তেজিত নেটিজেনরা। ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের।
পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছে সিরিয়ালের পর্দায়। এই ধারাবাহিকের মূল মন্ত্র হলো ‛রূপ নয় গুণই হলো মানুষের আসল পরিচয়’। বর্তমানে সূর্য-দীপা তাদের দুই মেয়েকে নিয়ে আলাদা রয়েছে। রুপা রয়েছে দীপার কাছে। আর সূর্যর কাছে রয়েছে সোনা। তবে, বর্তমানে দর্শকদের মনে একটাই প্রশ্ন কবে মিল হবে সূর্য ও দীপার।
সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে, নির্মাতারা যদি তেলেগু সিরিয়াল ‛কার্তিক দিপম’-র অনুকরনে দেখান তাহলে খুব শীঘ্রই মিল হবে সূর্য-দীপার। সম্প্রতি টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে তারই ঝলক। কিন্তু তাতে দেখা যাচ্ছে মিশকাকে গুলি করে মারবে দীপা। আর তারপরই অসুস্থ হয়ে পড়বে দীপা। হিন্দি ধারাবাহিকে তেমনটাই দেখানো হয়েছে। আর সেই দেখিয়েই ১৫০০ পর্বে ইতি টেনেছে ‛কার্তিক দিপম’।
কিন্তু এমন অন্তিম পর্ব দেখে মোটেই খুশি নন অনুরাগীরা। তারা আশা করেছিলেন মিশকার ষড়যন্ত্র ধরা পড়বে। শাস্তি পাবে মিশকা। দীপা-সূর্য তাদের সন্তানদের নিয়ে সুখে সংসার করবে। হিন্দি ধারাবাহিকের এমন অন্তিম পরিণতি দেখে সকলের বক্তব্য ‛অনুরাগের ছোঁয়া’-য় যাতে এমন দেখানো না হয়। এবার দেখার পালা আগামী দিনে কোনদিকে মোড় নয় এই ধারাবাহিক।