Anurager Chhowa: দীপাকে মারতে গিয়ে তবলার হাতে ধরা পড়লো মিশকা! জমে উঠেছে অনুরাগের ছোঁয়া

দীপাকে মারতে মরিয়া মিশকা! ফের একবার হাতেনাতে তাকে ধরলো তবলা। টানটান উত্তেজনা ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে। এক্সিডেন্ট হয়ে দীপা এখন ভর্তি হাসপাতালে। আর সেখানেই সূর্যই তার দেখাশোনা করছে। একবার তার জ্ঞানও ফিরেছিল কিন্তু সিরিয়াল কিলারের হাত থেকে দুই মেয়ে ও স্বামীকে রক্ষা করতে গিয়ে আবারও সে অসুস্থ হয়ে পড়েছে। আর তাই এখন আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূর্য রীতিমতো মেডিক্যাল টিমও তৈরি করেছে। তার শুধু একটাই লক্ষ কিভাবে দীপাকে সুস্থ করে তুলবে। কিন্তু মিশকা তো সেটা হতে দেবে না। আর তাই সে তবলাকে আহত করে পালিয়ে আসে। হাসপাতালে এসে দেখতে পায় সেনগুপ্ত পরিবারের সকলে দীপাকে নিয়ে ব্যস্ত। কিন্তু তারই মাঝে সে মনে মনে দীপাকে শেষ করে ফেলার ফন্দি আটে। আর তাই সবার চোখের অলক্ষে সে দীপার কেবিনে ঢোকে।
আর তারপর বিষাক্ত ইনজেকশন দীপাকে পুশ করতে যায়। কিন্তু তৎক্ষণাৎই তাকে ধরে ফেলে তবলা। হাতেনাতে ধরা পড়ে যায় মিশকা। কিন্তু এরপরেও নিজেকে বাঁচিয়ে নেয় মিশকা। তবে, তবলা তাকে সাবধান করে দেয় যে, সে কোনোভাবেই তার বোনের ক্ষতি হতে দেবেনা। ওদিকে এই দোলাচলে দীপার শরীর আরও খারাপ হয়। কোনোক্রমে সূর্য এই পরিস্থিতি সামাল দেয়।
ওদিকে বাড়ির সকলে হাসপাতাল থেকে চলে গেলে মিশকা আবারও একবার সূর্যের ব্রেইন ওয়াশ করে। বোঝায় যে, এসব কিছু দীপার কারণে হচ্ছে। এমনকি সূর্যকে বুদ্ধি দেয় সোনার কাস্টারি চাইতে। এবার দেখার পালা আগামীদিনে সূর্য ও দীপার কোনদিকে মোড় নেয়।