Advertisement
Entertainment

উর্মি তুই শেষ, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, হুমকি মিশকার! জানুন আসল ব্যাপারটা

Advertisement
Advertisements

এবার উর্মিকে কিডন্যাপ করে তাকে সরিয়ে ফেলার প্যান করলো মিশকা! ফের একবার টানটান পর্বের মুখে অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, উর্মির সাধের অনুষ্ঠানে মিশকার মিথ্যে ফাঁস হয়েছে। এতদিন ধরে দীপা জেনে এসেছে সূর্য মিশকাকে বিয়ে করেছে। আর তাদেরই সন্তান সোনা। কিন্তু অবশেষে জানা গিয়েছে আসলে এসব একেবারেই হয়নি। সূর্য যতই দীপাকে ভুল বুঝুক আসলে সে আজও দীপাকেই ভালোবাসে।

আর সেখান থেকেই দীপার মনে আরও একটি প্রশ্ন জাগে। আর সেটা হল সোনা তাহলে কে? তার পরিচয় কি?। যদিও এসবের আগেই দীপা হাসপাতালে গিয়ে ডাক্তারের থেকে জানতে পেরেছে যে সেদিন সে একটি নয় যমজ সন্তানের জন্ম দিয়েছিল। আর তখন থেকেই সে উতলা হয়ে ওঠে নিজের মেয়েকে খুঁজে বের করার জন্য। ওদিকে উর্মি যেহেতু মিশকার মিথ্যে ফাঁস করে দিয়েছে আর তাই মিশকা তো একেবারে রেগে আগুন।

Advertisements

যদিও মিশকা ভালোই আন্দাজ করতে পারছে যে, উর্মি তার দিদি দীপার জন্য নয়, নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্যই এমন করেছে। আর তাই এবার সে ঠিক করেছে আগে উর্মির উপর প্রতিশোধ নেবে। আর সেই মতোই লোক লাগিয়ে উর্মিকে তুলে আনে। এমনকি অজ্ঞান অবস্থায় একটি অন্ধকার ঘরের মধ্যে ফেলে রাখে। এরপর উর্মির মুখোমুখি হয় মিশকা। যদিও উর্মি জানায় সে দীপার মতো না। সে কিছুতেই তাকে ছাড়বে না।

Advertisements

ওদিকে সেনগুপ্ত বাড়িতে উর্মিকে না পেয়ে সকলেই চিন্তিত। একেবারে হুলুস্থুলু কান্ড বেঁধে যায় বাড়িতে। আর এই অবস্থায় লাবণ্য সেন দীপাকে ফোন করে। সব ঘটনা জানায়। আর তারপরই দীপা সূর্যকে জানায় মিশকা কোথায় আছে তার খোঁজ করতে। যদিও সূর্য দীপাকে পাল্টা প্রশ্ন করলে দীপা জানায় এখন এসবের সময় নেই। তাহলে কি এবার ফাঁস হতে চলেছে মিশকার ষড়যন্ত্র। যদিও ভিডিওটি কোনো চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়নি।

আসলে এটি ‛Bong Connection’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। তাই এই ভিডিওর কথাগুলো কতটা সত্যি তা জানা যায়নি। এখন দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে।