Anurager Chhowa: মিশকাকে পিটিয়ে পিটিয়ে উচিত শিক্ষা দিল তবলা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক

এবার সারাজীবনের মতো সূর্যর (Surya) জীবন থেকে দীপাকে (Dipa) সরিয়ে ফেলার প্ল্যান করলো মিশকা (Mishka)! বর্তমানে বেশ জমে উঠেছে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। কোর্টের নির্দেশ অনুযায়ী বর্তমানে সূর্য-দীপা (Surya-Dipa) একসঙ্গে থাকছে। আর সেখানেই একটু একটু করে তাদের খুনসুটি, সূর্যের প্রতি দীপার খেয়াল রাখা সবটাই বেশ পছন্দ করছেন দর্শকেরা। আর এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্বের একটি ভিডিও ক্লিপ।
যেখানে দেখা যাচ্ছে সোনা-রুপা (Sona-Rupa) দুজনেই তাদের মা অর্থাৎ দীপাকে (Dipa) খুব মিস করছে। এমনকি তার হাতের রান্না খেতে চাইছে। আর তাই রুপা (Rupa) সরাসরি দীপাকে ফোন করে আবদার করে তার হাতের রান্না খাওয়ার। এমনকি সোনা-রূপা দুজনেই যে তাকে মিস করছে সেকথাও তারা জানায় ফোনে। ওদিকে মেয়েদের খাবার নিয়ে সূর্য ও দীপা পৌঁছায় স্কুলে। আর এদিকে তবলা (Tobla) তো নিজের মতো করে মিশকাকে নাচায়।
তার বাড়িতে যজ্ঞ করার নাম করে মিশকাকে (Mishka) দিয়ে বাড়ি লেপায়। তাও আবার গোবর দিয়ে। এমনকি তাকে নাক খতও দেওয়ায়। সূর্যকে (Surya) পাওয়ায় আশায় সবকিছু করে মিশকা। ওদিকে এসব কাণ্ডের পর মিশকা সূর্যের খোঁজে আসে দীপার বাড়ি। কিন্তু দীপার বৌদি তাকে জানায় তারা দুজন খাবার নিয়ে স্কুলে মেয়েদের কাছে গেছে। আর একথা মোটেও ভালোলাগেনা মিশকার।
আর তাইতো সে তড়িঘড়ি স্কুলে গিয়ে পৌঁছায়। ওদিকে সূর্য-দীপাকে (Surya-Dipa) একসঙ্গে দেখে হাজারও একটা প্রশ্ন করে সোনা-রূপা (Sona-Rupa)। বলে যে, তারা যেখানেই আছে তাদের যেন নিয়ে যায়। তারা একসঙ্গে থাকবে। এরপরই সোনা দীপাকে আর রুপা সূর্যকে জড়িয়ে ধরে। এমনকি তারপর দুই মেয়ে মিলে সূর্যকে জড়িয়ে ধরে। আর এসব কিছু আড়াল থেকে দেখতে থাকে মিশকা।
সে মনে মনে আরও রেগে যায়। এমনকি বলে যে, দীপা (Dipa) থাকলে সে কোনোদিনও সূর্যকে পাবে না। আর তাইতো সে দীপাকে সূর্যের জীবন থেকে সরিয়ে ফেলবে। তাহলে কি এবার মিশকা কোনো বড়সড় ক্ষতি করে দেবে দীপার? আগামী দিনে কি হবে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে এখন তারই অপেক্ষায় ভক্তরা।
View this post on Instagram