Entertainment

লুকিয়ে সোনাকে স্কুল থেকে নিয়ে পালিয়েছে মিশকা! হাতে নাতে ধরলো লাবন্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া’য়

Advertisement

অবশেষে সোনাকে (Sona) ভুল বুঝিয়েও সুবিধে করতে পারলো না মিশকা (Mishka)! লাবণ্যর হাতে ধরা পড়লো সোনা-রুপার পচা আন্টি। টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই বর্তমানে সূর্য-দীপা একসঙ্গে রয়েছে। আর দীপাকে মিশকার হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে সূর্য (Surya)। আর তাই বর্তমানে সে বাড়িতে থেকেই চিকিৎসা করছে সবার। আর তার ব্যবস্থা করেছে দীপা।

লুকিয়ে সোনাকে স্কুল থেকে নিয়ে পালিয়েছে মিশকা! হাতে নাতে ধরলো লাবন্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

আর এরই মাঝে খবর আসে পাত্র পক্ষ মেয়ে কালো বলে ৫০ হাজার টাকা পন চেয়েছে। আর এসব কথা তো শুনে রেগে আগুন দীপা-সূর্য (Dipa-Surya)। এরপর দীপা বিয়েবাড়িতে যাওয়ার জন্য তোড়জোড় করলে সূর্যও তারসঙ্গে যায়। এরপর ছেলে পক্ষের সঙ্গে সরাসরি কথা বলে সূর্য (Surya)। বলে যে মা কালীর কাছে হাত পাততে পারো। আর কালো মেয়ে বিয়ে করতে পারো না! যদিও এখানে বাধ সাধে ছেলের বাবা ও দাদা। কিন্তু অবশেষে পুলিশের ভয় দেখিয়ে তাদের আটকায় সূর্য।

লুকিয়ে সোনাকে স্কুল থেকে নিয়ে পালিয়েছে মিশকা! হাতে নাতে ধরলো লাবন্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

এমনকি দীপাও (Dipa) জানায় পন দেওয়া অথবা নেওয়া দুই অপরাধ। যদিও পরে ছেলেপক্ষ তাদের ভুল বুঝতে পারে। আর তারপর যথারীতি বিয়ের অনুষ্ঠান শুরু হয়। তবে, এখানেই শেষ নয় বিষয়টি। এরপর জমিয়ে খাওয়া-দাওয়া হয়। আর তাতে সূর্যও যোগ দেয়। ওদিকে মিশকা (Mishka) তো মনের আনন্দে সোনাকে নিয়ে দীপার বাড়ি আসে। এমনকি সোনাকে (Sona) জানায় তার বাবা ও মা এখানেই একসঙ্গে আছে।

লুকিয়ে সোনাকে স্কুল থেকে নিয়ে পালিয়েছে মিশকা! হাতে নাতে ধরলো লাবন্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

আর সেই মুহূর্তেই জয় (Joy) ও রুপাকে (Rupa) নিয়ে সেখানে এসে হাজির হয় লাবন্য সেন। আর তারপর তো মিশকা লাবন্য সেনকে দেখে ভয় পেয়ে যায়। আর সোনাও বলে পচা আন্টি তাকে বলেছে বাবার সঙ্গে দেখা করিয়ে দেবে। আর তাই সে এসেছে। কিন্তু রুপা জানায় বাবা-মা কাজে গিয়েছে। এরপর সোনা-রুপার ভাবও হয়ে যায়। সোনা রুপাকে (Sona-Rupa) সরি বলে। ওদিকে লাবন্য মিশকার সঙ্গে কথা বলতে চাইলে সে রীতিমতো পালিয়ে বাঁচে। এখন দেখার পালা আগামী দিনে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিক কোনদিকে মোড় নেয়।