Entertainment

মিশকাকে বোকা বানিয়ে দীপাকে জন্মদিনে সারপ্রাইজ সূর্যর! ধামাকাদার চমক ‘অনুরাগের ছোঁয়া’য়

Advertisement
Advertisements

কান ভাঙচি দিয়েও অবশেষে সুবিধা করতে পারলো না মিশকা! বরং মিশকাকে বোকা বানিয়ে দীপার (Dipa) জন্মদিনে সারপ্রাইজ দিল সূর্য (Surya)। ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। চলতি সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়াল। এতটাই টানটান উত্তেজনা চলছে ধারাবাহিকে যে কোনোমানুষই মুখ ফেরাচ্ছে না সিরিয়াল থেকে। বিশেষ করে এই ধারাবাহিকে সোনা ও রুপা (Sona-Rupa) যেন আলাদা জাদু তৈরি করেছে দর্শকদের উপর।

আর এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও (Video) ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, সূর্য দীপাকে ডিভোর্স দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হলে ডিভোর্স (Divorce) নয় বরং বিচারক উল্টে তাদেরকে মিলিয়ে দেন।

বলেন যে, ডিভোর্সের আগে ৬ মাস তাদের একসঙ্গে থাকতে হবে। ওদিকে সূর্য (Surya) এসবে একেবারে রাজি না থাকলেও আদালতের বিচার তাকে মানতেই হবে। আর তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও দীপাকে ফিরিয়ে আনে সেনগুপ্ত বাড়িতে। দীপা সেনগুপ্ত (Dipa Sengupta) বাড়িতে ফিরে এলে সকলে তো ভীষণ খুশি। এমনকি সকলেই দীপার জন্মদিন পালন করবে সেই নিয়ে হইচই করতে থাকে। আর তখনই সোনা সূর্যকে বলে তার মাকে সারপ্রাইজ দিতে।

দীপার জন্য কেক নিয়ে আসতে বলে। ওদিকে মিশকা (Mishka) আবারও সূর্যকে ভুল বোঝাতে থাকে। কিন্তু সূর্য যেহেতু তার মেয়ে সোনার কথা ফেলতে পারেনা তাই সে মিশকার কথা পাত্তা দেয়না। বরং সূর্য দীপার জন্মদিনে তাকে সারপ্রাইজ দেয়। যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ থেকেই যায় সকলের মনে। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে বেঙ্গল টপার ধারাবাহিক ‛অনুরাগের ছোঁয়া’-তে (Anurager Chowa)।