Entertainment

গুন্ডা দিয়ে দীপাকে কিডন্যাপ করালো মিশকা, মাকে খুঁজতে মরিয়া রুপা, নয়া টুইষ্ট ‘অনুরাগের ছোঁয়া’য়

দীপাকে (Dipa) কিডন্যাপ করলো মিশকা (Mishka)! ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল টপার ধারাবাহিক এটি। ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছিল সিরিয়ালের পর্দায়। এই ধারাবাহিকের মূল মন্ত্র হলো ‛রূপ নয় গুণই হলো মানুষের আসল পরিচয়’।

ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, মিশকার (Mishka) ষড়যন্ত্রে আলাদা হয়েছে সূর্য-দীপা। যদিও বারবার কোনো না কোনো ভাবে তাদের মিল হচ্ছে। কিন্তু যা মেনে নিতে পারছে না মিশকা। আর তাইতো সে বারবার শয়তানি চালিয়ে যাচ্ছে। বর্তমানে সূর্যের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আর তাকে দেখাশোনা করছে দীপা। এমনকি বাবার কথা মতো সূর্য দীপাকে (Surya-Dipa) সবার সামনে ঠাকুরের সিঁদুরও পরিয়ে দেয়।

তবে, এত কিছুর মাঝেও বাদ যায়না মিশকার (Mishka) শয়তানি। খাবারের মধ্যে কিছু মিশিয়ে দীপার ক্ষতি করার চেষ্টা করে মিশকা। কিন্তু সেটাও হাতেনাতে ধরে ফেলে দীপা। আর তারপর আবারও তাকে মোক্ষম শাস্তি দেয়। চড় মারে মিশকার গালে। কিন্তু যা কোনোভাবেই মেনে নিতে পারেনা মিশকা। ওদিকে হাসপাতলে সূর্য ও দীপার কথা কাটাকাটিতে দীপা হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়। সোনা-রূপা হাসপাতালে ঢোকার পথে দীপাকে দেখলেও কেউ পাত্তা দেয়না তাদের কথা।

আর এরপরই রাস্তা থেকে মিশকার (Mishka) লোকজন দীপাকে কিডন্যাপ করে নেয়। রুপা (Rupa) হাসপাতালে মাকে না দেখতে পেয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু সেখানেও দীপাকে না পেয়ে ছুটে যায় পুলিশের কাছে।

তার মাকে খুঁজে দেওয়ার আর্জি জানায়। তারপর সে আসে সূর্যের কাছে। ওদিকে দীপাকে না পাওয়া যাওয়ার কথা রুপার মুখে শুনে অবাক সূর্য। এখন শুধু দেখার পালা আগামী দিনে সূর্য-দীপার জীবন কোনদিকে মোড় নেয়।