Entertainment

Anurager Chhowa: সোনার নকল মা-বাবাকে টাকা দিচ্ছে মিশকা, সবটা দেখে নিল সূর্য! জানুন আসল ব্যাপারটা

ফের একবার মোক্ষম চাল চাললো মিশকা (Mishka)! টাকা দিয়ে সোনার মা-বাবা আনলো সে। যদিও তা নকল। ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকের নিয়মিত ভক্তরা জানেন নিশ্চই আসল মা-বাবাকে পাওয়ার আশায় একেবারে মরিয়া হয়ে উঠেছে সোনা। আর এতটাই সে মরিয়া যে তার নিজের বাবাকেও ডাক্তারবাবু বলে ডাকছে। আর এরই মাঝে সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও (Video) ক্লিপ।

যেখানে দেখা যাচ্ছে যে, মিশকা (Mishka) টাকা দিয়ে দুজনকে জোগাড় করেছে। যারা কিনা তার শিখিয়ে দেওয়া কথা অনুযায়ী সোনার মা-বাবা সাজবে। কিন্তু মিশকা যখন তাদের হাতে টাকা দেয় সেটা দেখে নেয় তবলার দাদা। যাকে কিনা দীপাও দাদা বলেই ডাকে। মিশকার ঠিক করা ওই মহিলা ও লোকটিকে দেখে তার চেনা চেনা মনে হয়। পরে সে বুঝতে পারে যে তারা নাটকের দলের লোক। ওদিকে মিশকা গিয়ে সূর্যকে খবর দেয় সে সোনার বাবা-মাকে খুঁজে পেয়েছে।

মরিয়া সূর্য (Surya) সোনার বাবা-মাকে সোনার কাছে নিয়ে যাওয়ার জন্য ছুটে তাদের আনতে যায়। ওদিকে মিশকার প্ল্যান অনুযায়ী সূর্যকে দুটো লোক জানায় যাদের কথা সূর্য বলছে তারা গ্রামে থাকে। আর তখন সূর্য তাদের বলে ওই লোকদের কাছে নিয়ে যেতে বলে। অন্যদিকে সূর্য বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে দীপা। আর তখনই সূর্য লাবণ্যর ফোনে একটি ভিডিও পাঠায়। বলে যে, যতক্ষন না সে সোনার বাবা-মাকে খুঁজে বের করতে পারছে ততক্ষণ বাড়ি ফিরবে না।

আর এই কথা শুনে তো দীপা কাঁদতে শুরু করে। বলে আমি মরে গেলেই সব ভালো হবে। সেকথা শুনে নেয় রুপা। তারপর সেও কাঁদতে থাকে। অবশেষে লাবন্য, দীপা, রুপা, প্রবীর সবাই মিলে কান্নায় ভেঙে পড়ে। যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। আসলে এটি ‛Serial Adda‘ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর (Video) সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।