সূর্য ও দীপার মধ্যে ফের ভুল বোঝাবুঝির সৃষ্টি করলো মিশকা, জমজমাট টুইষ্ট ‘অনুরাগের ছোঁয়া’য়

ফের একবার সূর্য-দীপার (Surya-Dipa) মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করলো মিশকা (Mishka)! আবারও একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিক। বর্তমানে দীপা-সূর্য যে একসঙ্গে রয়েছে তা সকলেরই জানা। আর এবার সোনা-রূপাও (Sona-Rupa) তাদের সঙ্গে একসঙ্গে থাকতে চলেছে। আর তাই সকলেই বেশ খুশি। আর তারই মাঝে সূর্যকে চা দিতে গিয়ে দীপার হাতে চা পরে যায়। তড়িঘড়ি সূর্য এসে তার হাতে জল দেয়।
এত মান-অভিমান, ভুল বোঝাবুঝির পরেও দীপার (Dipa) প্রতি সূর্যর (Surya) ভালোবাসা যে আজও একই আছে তা আরও একবার বোঝা গেল। এরপর দীপা হাতে চোট পাওয়ার জন্য সিঁদুর পরতে পারেনা। অবশেষে সূর্যই তাকে সিঁদুর পরিয়ে দেয়। এমনকি একে অপরকে জড়িয়ে ধরে। কিছুটা হলেও যেন তাদের সম্পর্কের মধ্যে থাকা বরফ গলে। কিন্তু দীপার কপালে সুখ বেশিক্ষন স্থায়ী হয়না। আর তাইতো আবারও দূরত্ব তৈরি হল সূর্য-দীপার (Surya-Dipa) মাঝে।
আর সেই দূরত্বের সৃষ্টি করেছে মিশকা (Mishka)। তবলা যে, সাধুর বেশে মিশকাকে ঘোল খাওয়াছে তা পুরোপুরি ধরা পরে যায় মিশকার কাছে। আর তখনই মিশকা প্ল্যান করে যে, সে উল্টো চাল দেবে। আর সেই মতোন সাধু তবলাকে কনভেন্স করিয়ে দীপার বাড়িতে নিয়ে যায়। আর সেখানেই দু-এক কথা বলার পরই মিশকা তবলার (Tobla) নকল দাঁড়ি-গোঁফ সব খুলে দেয়। আর সূর্যকে বলে দীপা ও তবলা মিলে আবারও তাকে ঠকাচ্ছে।
যদিও দীপা-তবলা (Dipa-Tobla) যতই সূর্যকে বোঝানোর চেষ্টা করুক না কেন সূর্য কিছুতেই বুঝতে চায়না। বরং আরও বেশি করে দীপাকে ভুল বুঝতে থাকে। এমনকি জানায় যে, তার চোখে দীপা অনেক নীচে নেমে গেছে। এই বলে উত্তেজিত হয়ে রীতিমতো হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে পরে। দীপার ভালো করতে গিয়ে তবলা যে প্ল্যান করেছিল তা পুরোটাই মাঠে মারা যায়। এবার শুধু দেখার পালা এই ঘটনার পর আগামী দিনে দীপা-সূর্যর (Dipa-Surya) সম্পর্কের সমীকরণ কোনদিকে মোড় নেয়।