মিশকা আন্টি আমার ‘মা’ নয়, ও তোমায় মিথ্যে বলেছে! দীপাকে জানালো সোনা, জানুন আসল ব্যাপারটা

মিশকা আন্টি আমার মা হয় না! সে আমার বাবার বন্ধু। মাঝেমধ্যেই আমাদের বাড়িতে আসে। সোনার মুখে এমন কথা শুনে চমকে গেল দীপা। প্রকাশ্যে ভিডিও। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, সূর্যকে নিজের হাতে রাখার জন্য রেস্টুরেন্টের মধ্যে সূর্যর জুসের গ্লাসে নেশার জিনিস মিশিয়ে দেয় মিশকা। আর তারপর নেশার ঘোরে সে দীপার বাড়ি গিয়ে উপস্থিত হয়। আর তারই পিছু নেয় মিশকা।
কিন্তু সেখানে গিয়ে এবার আর কিছু করতে পারলো না মিশকা। বরং সোনার কথায় সেই ফেঁসে গেল দীপার কাছে। সূর্য ওই বাড়িতে যাওয়ার পর আবারও দীপাকে তার ভালোবাসার কথা জানায়। তবে সূর্যর ওই অবস্থা দেখে দীপা তাকে শুইয়ে দেয় খাটে। এমনকি বাবাকে এভাবে দেখে কিছুটা ঘাবড়েও যায় সোনা। আর এরই মাঝে সেখানে এসে উপস্থিত হয় মিশকা। সূর্যর এ বাড়িতে আসা নিয়ে দীপাকে কথা শোনায়।
কিন্তু দীপাও থেমে থাকার পাত্রী নয়। সেও পাল্টা মিশকার দিকে প্রশ্ন ছোড়ে। কেন সে নিজের মেয়ে অর্থাৎ সোনার খবর নিতে আসেনি। দীপার মুখে এই কথা শুনে তো অবাক হয়ে যায় সোনা। সে বুঝতে পারেনা ফুল মা মিশকাকে কেন তার মা বলছে। আর তারপরই সোনা মুখ খোলে। দীপাকে বলে মিশকা তার মা না। সে তার বাবার বন্ধু। মাঝেমধ্যে তার বাড়িতে আসে। তার নিজের মা নেই।
সোনার মুখে এই কথা শুনে তো অবাক হয়ে যায় দীপা। এমনকি মিশকাও বুঝতে পারে তার সব মিথ্যে ফাঁস হয়ে যাচ্ছে। তখনই সে সেখান থেকে বেরিয়ে যায়। আর দীপাও বুঝতে পারে যে ডাক্তারবাবু ভুল বুঝে কষ্ট পেয়ে যাচ্ছে এতদিন। কিন্তু সে নিজের মনে অন্য কাউকে স্থান দেয়নি। এমনই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
যদিও ভিডিওটি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। তাই এই ভিডিওর সত্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে। এবার দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে।