আবারও সন্তানের বাবা হতে চলেছেন শাহিদ কাপুর! মুখ খুললেন অভিনেতার স্ত্রী মীরা

হিন্দি চলচ্চিত্রের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন শাহিদ কাপুর। তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নেন সকলের মন। শাহিদ কাপুর অভিনেতা পঙ্কজ কপুর ও অভিনেত্রী নীলিমা আজিমের ছেলে। তাঁর বয়স যখন তিন বছর, তখন তাঁর বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।
এরপর শাহিদ তাঁর মায়ের সঙ্গে থাকতেন। ১০ বছর বয়সে শাহিদ মায়ের সঙ্গে মুম্বই চলে আসেন। আর সেখানে তিনি শিয়ামক দাবারের ড্যান্স অ্যাকাডেমিতে যোগ দেন। ১৯৯০-এর দশকে কয়েকটি চলচ্চিত্রে শাহিদ সহ-নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন। পরবর্তীকালে তিনি কয়েকটি মিউজিক ভিডিও ও টেলিভিশন বিজ্ঞাপনেও অভিনয় করেন।
এরপর ২০০৩ সালে ইশক ভিশক নামে একটি রোম্যান্টিক কমেডি ছবিতে শাহিদ প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন। ছবিটি ‘স্লিপার হিট’ হয়েছিল। এই ছবিতে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পুরুষ নবাগত পুরস্কার পান। এরপর তাঁর অভিনীত কয়েকটি চলচ্চিত্র বাণিজ্যিক সফলতা অর্জনে ব্যর্থ হয়।
শেষে অমৃতা রাওয়ের বিপরীতে সুরজ বরজাত্যের পারিবারিক ড্রামা ছবি বিবাহ ছবিটি বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে। এরপর একের পর এক চড়াই উৎরাই এই মধ্য দিয়ে শাহিদ নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যায়। এরপর ২০১৫ সালে তিনি নতুন দিল্লির এক ছাত্রী মীরা রাজপুতকে বিয়ে করেন। তাঁদের একটি কন্যা ও একটি পুত্র সন্তানও রয়েছে। মেয়ের নাম মিশা কাপুর ও ছেলের নাম জৈন কাপুর।
এই ২০২০ সাল অনেকের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আবার অনেককে দিয়েছও নতুন কিছু। আর সেই অনুযায়ীই এক অনুরাগী মীরা রাজপুতকে প্রশ্ন করেন যে, তিনি আবার অন্তঃসত্ত্বা কিনা? সম্প্রতি ইনস্ট্রগ্রামে মীরা আক্স মি এনিথিং বলে একটি অধ্যায় শুরু করেছে। আর সেখানেই এক অনুরাগী তাকে এই প্রশ্ন করেন। আর তাঁর উত্তরে মীরা “না” উত্তর দেন এমনকি একটি হাসির ইমোজিও দেন। এমনকি তাঁকে ভবিষ্যতে অভিনয়ে আসার কোন ইচ্ছে আছে নাকি সেই নিয়ে প্রশ্ন করা হলেও মীরা তাঁর উত্তরেও “না ” জানিয়েছেন। সম্প্রতি তাঁর এই উত্তরই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।