Mimi Chakraborty: কাঁধখোলা পোশাকে উন্মুক্ত ফর্সা শরীর, মিমির কিলার পোজ দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের

‛ভালোবাসার মিমি’! ইন্সটাগ্রামে ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে ভালোবাসায় ভরালেন অনুরাগীরা। মুহূর্তে ভাইরাল ছবি। একধারে মিমি (Mimi Chakraborty) যেমন টলিউডের (Tollywood) প্রথম সারির নায়িকা, তেমনই আবার একজন সাংসদও বটে। সম্প্রতি কিছুদিন আগেই প্যারিসে লম্বা ছুটি কাটিয়ে এসে কাজে ফিরেছেন অভিনেত্রী। এমনকি মাঝে তিনি মিউজিক ফেস্টিভ্যালে (Music Festival) যোগ দিতে রাজস্থানেও গিয়েছিলেন।
View this post on Instagram
২০১০ সালে ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) ‛গানের ওপারে’ (Ganer Opare) ধারাবাহিক দিয়েই অভিনয় জগতের পথ চলা শুরু করেছিলেন মিমি (Mimi Chakraborty)। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একেরপর এক সিনেমায় তিনি নিজেকে মেলে ধরেছেন। দেখিয়েছেন তার অভিনয় দক্ষতা। অভিনয়ের মঞ্চ হোক বা রাজনীতির মঞ্চ সব জায়গাতেই সমানভাবে সাফল্য পেয়েছেন মিমি। অভিনেত্রীর ফ্যান-ফলোয়ার্স সংখ্যাও নেহাত কম নয়।
যদিও চলতি বছরে মিমি অভিনীত ‛মিনি’ (Mini) ছবি তেমন একটা সাফল্যের মুখ দেখতে পারেনি। তবে, নিত্যনতুন ফটোশ্যুট ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। সম্প্রতি মিমি নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন কয়েকটি ছবি। যেখানে তার পরণে রয়েছে অফশোল্ডার জাম্পশ্যুট। স্টাইলিং করে বাধা চুল। গলায় চার লেয়ারিং করা হার। কানে হালকা দুল। ন্যুড লিপস্টিক সহ হালকা মেকআপে একেরপর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
ছবি শেয়ার করে মিমি ক্যাপশনে লিখেছেন যে, ‛কাজের জীবন’। সঙ্গে একটি ব্যাগের ইমোজি দিয়েছেন। নিজের ফিগার ও ফটোশ্যুট দিয়ে টলিপাড়ার অন্দরে একেরপর এক ছক্কা হাঁকাচ্ছেন মিমি (Mimi Chakraborty)। অভিনেত্রীর এই ছবি প্রকাশ্যে আসতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛দিদি খুব সুন্দর লাগছে তোমায়’। আবার কেউ লিখেছেন ‛ভালোবাসার মিমি’। কেউ আবার হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স।
View this post on Instagram
তবে, অনেকেই আবার বাঁকা মন্তব্য করতে ছাড়েননি। কিন্তু বেশিরভাগ মানুষই মিমির এই ছবির প্রশংসা করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) মিমির (Mimi Chakraborty) এই ছবি।