মোটা হওয়ার আতঙ্ক! স্পোর্টস ব্রা পরে জিমে ঘাম ঝরাচ্ছেন সাংসদ-অভিনেত্রী মিমি, ভাইরাল ভিডিও

বলিউড-টলিউড দুই মিলিয়ে বেজায় ব্যস্ত তিনি। কিন্তু তারপরেও ওয়ার্ক আউটে নেই কোনো কমতি। কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। একধারে তিনি যেমন টলিউডের (Tollywood) প্রথম সারির নায়িকা, তেমনই আবার একজন সাংসদও বটে। ২০১০ সালে ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) ‛গানের ওপারে’ (Ganer Opare) ধারাবাহিক দিয়েই অভিনয় জগতের পথ চলা শুরু করেছিলেন।
View this post on Instagram
এরপর আর ফিরে তাকাতে হয়নি। একেরপর এক সিনেমায় তিনি নিজেকে মেলে ধরেছেন। দেখিয়েছেন তার অভিনয় দক্ষতা। অভিনয়ের মঞ্চ হোক বা রাজনীতির মঞ্চ সব জায়গাতেই সমানভাবে সাফল্য পেয়েছেন মিমি (Mimi Chakraborty)। টলিউডের গন্ডি পেরিয়ে পা রেখেছেন বলিউডেও। আগামী দিনে তাকে ‛শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’তে দেখা যাবে। আর তাই কি নতুন ইনিংস শুরু করার আগে জিমে বেশি করে ঘাম ঝরাচ্ছেন অভিনেত্রী?
View this post on Instagram
তাহলে বলে রাখি সেসব কিছু না। এর পিছনে রয়েছে মিমির দুটো পিৎজা স্লাইস। এদিন কালো রঙের স্পোর্টস ব্রা ও জিম প্যান্টে কঠিন কসরত করে চলেছেন অভিনেত্রী। কখনও ট্রেড মিলে ছুটছেন কখনও ওয়েট ট্রেনিং করছেন। আবার কখনও তাকে যোগাসন করতে দেখা যাচ্ছে। কিন্তু কেন তিনি কঠিন এই কসরত করছেন তা জানিয়েছেন নিজেই। ভিডিও শেয়ার করে মিমি (Mimi Chakraborty) ক্যাপশনে লিখেছেন যে, ‛যদি এটা তোমাকে চ্যালেঞ্জ না জানায় তাহলে এটা বদল আনতে পারবে না’।
View this post on Instagram
পাশাপাশি অভিনেত্রী আরও লিখেছেন যে, ‛দুটো পিৎজার স্লাইস আমার অন্তরাত্মাকে চ্যালেঞ্জ জানাছিল আরও ক্যালোরি ঝরাতে যাতে আমার কোমরের মাপ চেঞ্জ না হয়ে যায়’। তাহলে বুঝতেই পারছেন নিশ্চই যাতে পিৎজা খেয়ে কোমরের মাপ বদলে না যায় তার জন্যই এত কসরত অভিনেত্রীর। যথারীতি মিমির এই ভিডিও দেখা মাত্রই প্রশংসার বন্যায় ভরিয়েছেন তারকা থেকে নেটিজেনরা। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) মিমির (Mimi Chakraborty) এই পোস্ট।