Entertainment

সামার ভ্যাকেশনে মিমি চক্রবর্তী! নীল-সাদা বিকিনিতে সমুদ্র সৈকতে উষ্ণতার পারদ চড়ালেন সাংসদ-অভিনেত্রী

Advertisement

Mimi Chakraborty Bikini Photo বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। আপাতত একের পর এক ছুটির মুডে অভিনেত্রী। কিছুদিন আগেই নিজের মামাবাড়ি জলপাইগুড়ি থেকে ঘুরে এসেছেন মিমি। সেখানে বোনঝির সঙ্গে কাটানো মুহূর্ত অভিনেত্রী তুলে ধরেছিলেন নেট মাধ্যমে। আর এবার মামাবাড়ির ছাদবাগান পেরিয়ে মিমি সোজা পা রাখলেন নীল সমুদ্রে। আর সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করে নজর কাড়লেন নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

মিমির (Mimi Chakraborty) পরনে রয়েছে নীল-সাদা কম্বিনেশনের বিকিনি, চোখে রোদ চশমা, সাদা ফিতে দিয়ে বাধা চুল, হাতে সোনালী ব্রেসলেট ও গলায় নেকপিস। ছুটি যে বেশ ভালোভাবে উপভোগ করছেন অভিনেত্রী তা বেশ স্পষ্ট চোখেমুখে। কখনও দুহাত তুলে ভিকট্রি দেখিয়ে, কখনও বিচের বালিতে শুয়ে, আবার কখনও চোখের সানগ্লাস সরিয়ে নিজের মতোন করে উপভোগ করছেন এই প্রকৃতির সৌন্দর্য্য। মিমির পিছনে দেখা যাচ্ছে নীল আকাশ ও সমুদ্রের ঢেউ।

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

যদিও স্টিং বিকিনিতে নয় ক্লাসিক স্টাইলে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে মিমি ক্যাপশনে লিখেছেন যে -‛জায়গাটি খুব সুন্দর’। সঙ্গে জুড়ে দিয়েছেন রামধনু, সূর্য, ঢেউ, গাছপালা, ফাস্টফুডের ইমোজি। অনেকেই আবার মিমির এই ভ্যাকেশন লোকেশন দেখে জানতে চেয়েছেন এটি কোন জায়গা। যদিও উত্তর মেলেনি অভিনেত্রীর তরফ থেকে। আপাতত ভ্যাকেশন মুড চুটিয়ে এনজয় করছেন মিমি (Mimi Chakraborty)।