×
EntertainmentVideoViral Video

‘মোবাইলের স্পিকার খারাপ হয়ে গেছে’! সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে চরম ট্রোলের শিকার মিমি চক্রবর্তী

২০১৯ সালেই অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) গায়িকা হিসাবে প্রকাশ পেয়েছিলেন। ‘মন জানে না’ সিনেমার ‘কেন যে তোকে’ আনপ্লাগ ভার্সন গেয়েছিলেন অভিনেত্রী। ভালো খারাপ সব মিলিয়েই চলতে থাকে চুল চেরা বিশ্লেষণ। তবে ২০২২ পুজোর আগে যেন আবারো গায়িকা হিসাবে ফিরছেন তিনি। গানের আগেই এমন ট্রোল কতটা পোহাতে পারবেন নায়িকা সেটা একটা বড়ো প্রশ্ন।

‘মোবাইলের স্পিকার খারাপ হয়ে গেছে'! সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে চরম ট্রোলের শিকার মিমি চক্রবর্তী -

সোশ্যাল মিডিয়াতে একদিন আগেই মিমি নিজের নতুন গানের ছোট অংশ আপলোড করেছিলেন। যেখানে লালপাড় সাদা শাড়ি আর সোনার গয়নায় ঢাকা শরীর। ঢাক কাঁধে জমিয়ে নাচতে ও গাইতে দেখা গেল মিমিকে। কিন্তু দেখা গেল, মিমি গান গাইলেও সেই গানে কোনও শব্দ নেই। আর এখানেই হয়েছে আসল মজার ব্যাপার। ভিডিওর ক্যাপশনে মিমি লিখেছেন -‘এবার আমাদের পুজো শুরু একটু আগে থেকেই…আসছি নিয়ে আমাদের পুজোর গান…Stay tuned for more details ‘।

কিন্তু এই ভিডিওতেই ব্যাপক হাসির রব তুলেছেন নেটিজেনরা। কার্যত চূড়ান্ত ট্রোল করেছেন তার এই সাউন্ডলেস ভিডিওকে। একজন লিখেছেন -‘ইকো ফ্রেন্ডলি মিউজিক’। দ্বিতীয়জন লিখেছেন -‘যারা কানে শুনতে পায় না এটা তাদের জন্য, আমরা বুঝতে পারবো না’। তৃতীয় জন লিখেছেন -‘মিমি চক্রবর্তীর কন্ঠে অসাধারণ নৃত্য দেখে মন শিহরিত হয়ে উঠল।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘প্রথমে ভাবছি মোবাইলের স্পিকার খারাপ হয়ে গেছে’।

‘মোবাইলের স্পিকার খারাপ হয়ে গেছে'! সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে চরম ট্রোলের শিকার মিমি চক্রবর্তী -

কার্যত নেটিজেনরা পুজোর আগেই মিমি চক্রবর্তীর ভিডিও নিয়ে বেজায় সময় কাটাচ্ছেন। কিন্তু মিমির অনুরাগীরা তার এই নতুনত্ব গানের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা বলার অপেক্ষা রাখে না। তবে কপিরাইট কিংবা নতুনত্ব প্রমোশনের জন্যই মিমি এই ভিডিও যে সাইলেন্ট মোড করে দিয়েছেন তা বোঝা যাচ্ছে ভালোই। কারণ বর্তমান যুগে নেগেটিভ প্রচারও যে সব থেকে বড়ো অস্ত্র তা অনায়েসেই বলা যায়।