Mika-Nusrat: ‘আমি প্রথম এমন সাংসদ দেখলাম যে এতটা ফিট’, নুসরতের প্রশংসায় পঞ্চমুখ মিকা সিং

‛আমি প্রথম এমন সাংসদ দেখলাম যেকিনা এতটা ফিট’! নুসরতের (Nusrat Jahan) প্রশংসায় পঞ্চমুখ মিকা সিং (Mika Singh)। সম্প্রতি বসিরহাট কলেজে ছিল নবীন বরণ উৎসব। আর সেখানে হাজির ছিলেন বলিউড কাঁপানো পাঞ্জাবি গায়ক মিকা সিং। আর তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন টলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। তিনি যেমন একজন অভিনেত্রী, সাংসদ, তেমনই আবার বসিরহাট কলেজের পরিচালন সমিতির সভাপতিও বটে।
এদিন মঞ্চে এসে নুসরতকে মিকার সঙ্গে স্টেপ ম্যাচ করতে দেখা যায়। আর সেখানেই মিকাকে নুসরতের প্রশংসা করতে সোনা যায়। এদিন মিকা বলেন যে, ‛আমি প্রথম এমন এমপি দেখলাম যিনি এতটা ফিট’। মিকার মুখে এই কথা শুনে লজ্জায় রাঙা হয়ে যায় নুসরতের মুখ। এমনকি এদিন মিকার গলায় ‛ম্যাড, আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড’ গানে নুসরতকে নাচতে দেখা যায়। এমনকি ‛টেল মি সামথিং’ গানেও গলা মেলাতে দেখা যায় নুসরতকে।
View this post on Instagram
এদিনের অনুষ্ঠানে নুসরতের পরণে ছিল ফুলস্লিভস কালো ক্রপ টপ ও নিয়ন হলুদ রঙের জ্যাকেট। আর প্যান্ট। ওদিকে মিকার পরণে ছিল ফিট কালো রঙের পোশাক। নাচে-গানে একেবারে জমজমাট ছিল সেদিনকার সন্ধ্যে। এদিনের অনুষ্ঠানের একটি ক্লিপ নুসরত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন যে, ‛বসিরহাটের মানুষ আপনার গানে সত্যিই পাগল হয়ে গিয়েছিল মিকা সিং। অনেক ভালোবাসা। আর বসিরহাটের সবাইকেও অনেক ভালোবাসা’।
View this post on Instagram
তবে, এই ভিডিও ক্লিপের কমেন্ট বক্সে যেমন প্রশংসার বন্যা বয়েছে তেমনই আবার বয়েছে কটাক্ষের বন্যা। কেউ নুসরতের এই ফিট থাকাকে কটাক্ষ করে লিখেছেন ‛এটা ফিট? কোন দিক থেকে? অপুষ্টিতে ভুগছে নুসরত’। যদিও নেটিজেনদের এই কটাক্ষ প্রতিবারের মতো এবারেও কানে নেননি সাংসদ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।