Entertainment

Icche Putul : বিয়েবাড়ির অনুষ্ঠানের মাঝেই জিষ্ণুকে টেনে মেঘকে চরম অপমান নীলের, প্রকাশ্যে প্রমো

Icche Putul : জমে উঠেছে জি বাংলার নয়া ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক হারে বাড়ছে জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া সর্বত্রই এখন ঘোরাফেরা করছে কেবলমাত্র এই ধারাবাহিকের নাম। বর্তমানে যেভাবে সিরিয়ালের গল্প এগোচ্ছে তাতে একটা দিনের পর্বও মিস করতে চাইছেন না সিরিয়াল প্রেমীরা। সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে গিনির বিয়ে উপলক্ষে গাঙ্গুলী ভিলায় হাজির হয়েছেন মেঘ। আর এসবের মাঝেই প্রকাশ্যে চলে এলো দুর্ধর্ষ পর্ব।

ধারাবাহিকের শেষ পর্বে দেখা গেছে মেঘ বিয়ে বাড়িতে হাজির হওয়ার পর থেকেই তার দিক থেকে চোখ সরছেনা নীলের। আর এটাই সহ্য করতে পারছেন না কুটনি ময়ূরী। সে মেঘকে আড়ালে ডেকে বলে অবিলম্বে বিয়ে বাড়ি থেকে চলে যেতে। তবে দিদির কথা মানতে নারাজ মেঘ। সে সাফ জানিয়ে দেয় সে ঠাকুমার মান রাখতেই এখানে এসেছে সে।

আজকের পর্বে দেখা যাবে, রূপ-গিনির বিয়ের অনুষ্ঠান দেখে অতীত কথা মনে পড়ছে গল্পের নায়িকার। আর সে কারণেই বাগানে গিয়ে একান্তে সময় কাটানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সেখানেও পৌঁছে যান নীল। এরপরেই নানাভাবে সে অপমান করতে থাকে মেঘকে। এই বিয়েতে কেন এসেছে সে কথাও সে জিজ্ঞাসা করে স্ত্রীকে। এমনকি আবারো জানিয়ে দেয় খুব শীঘ্রই তাঁকে ডিভোর্স দিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন তিনি ময়ূরীর সঙ্গে।

এরপর সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে মেঘ। তখনই জিষ্ণুকে তুলে স্ত্রীকে খোঁটা দিলেন নীল। যদিও নীলের কথায় পাত্তা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করে মেঘ। আর এতেই আরো রেগে যান নায়ক। অন্যদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে মেঘ-নীলের সমস্ত কথা শোনে ময়ূরী। কী হবে এবার? জানতে হলে চোখ রাখতেই হবে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে।