Entertainment

বিয়েবাড়িতে সকলের সামনে প্রাক্তন স্ত্রীকে অপমান নীলের, যোগ্য জবাব মেঘের, প্রকাশ্যে প্রমো

Icche Putul: বাংলা বিনোদন দুনিয়ায় মাত্র কয়েকদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকের গল্পে ফুটে উঠেছে ত্রিকোণ প্রেম। গল্পের নায়ককে ভালবাসতেন ময়ূরী। অথচ তাঁকে বিয়ে না করে মেঘের সঙ্গে সংসার পেতে ছিলেন নীল। আর সেই থেকেই বোনের বিরুদ্ধে একের পর এক মিথ্যে কথা বলে গাঙ্গুলী পরিবারের মন জিতে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কুটনি ময়ূরী। বলা ভালো, ইতিমধ্যেই নীলের পরিবারের বেশ কয়েকজন সদস্যের কাছে যোগ্য পুত্রবধূ হিসেবে বিবেচিত হয়েছেন তিনি। আর এবার প্রকাশ্যে চলে এলো ধারাবাহিকের আগামী পর্ব।

নীলের কপালে অযোগ্য স্বামীর তকমা জুটতেই এন্ট্রি হয়েছে নয়া নায়ক জিষ্ণুর। গুরুজীর কাছে গান শিখতে গিয়ে জিষ্ণুর সঙ্গে বন্ধুত্ব হয়েছে মেঘের। মাঝেমধ্যেই তারা একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তবে অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর মেলামেশা মোটেই ভালো চোখে দেখছেন না নীল। তাতে অবশ্য কিছু যায় আসে না মেঘের। সে নিজের ইচ্ছে মতই কাজ করে চলেছে।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, রূপ এবং গিনির বিয়ে উপলক্ষে গাঙ্গুলী ভিলাতে গিয়েছেন মেঘ। মীনাক্ষী দেবী এবং নীলের কাছে বহুবার অপমানিত হয়েছেন তিনি। আর এবার যা ঘটলো তা হয়তো কল্পনাও করতে পারেনি সে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, জিষ্ণু মেঘকে ফোন করে বলে গুরুজি তাদের এক্ষুনি ডেকে পাঠিয়েছেন তাই যেতে হবে।

এই কথা শুনেই সে বলে, ‘আচ্ছা আমি বাপি কে বলে রাখছি তুমি তাড়াতাড়ি চলে এসো’। তবে গাছের আড়াল থেকে এ কথা শুনে নেন ময়ূরী। এরপরেই সে নীলকে গিয়ে মিথ্যে কথা বলে বসে। উল্লেখযোগ্য বিষয় হল, ময়ূরীকে বিশ্বাস করে মেঘের সঙ্গে খারাপ আচরণ করে নীল। বিয়ে বাড়িতে উপস্থিত সকলের সামনেই বউকে অপমান করে সে। যদিও স্বামীর প্রত্যেকটি কথার যোগ্য জবাব দিয়েছেন মেঘ। কী হবে এবার? কোন দিকে এগোবে ধারাবাহিকের গল্প? এখন সেটাই দেখার।